ইউটিউব এর ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখার নতুন উপায়

বর্তমানে ভিডিও দেখার প্লাটফর্ম এর মধ্যে ইউটিউব সর্বোচ্চ পজিশনে রয়েছে বিশ্বের মধ্যে।ইউটিউব এর জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল যখন টেলিভিশনে মানুষ বিজ্ঞাপন আসার ফলে বিরক্তকর হয়ে গেছিল তখন ইউটিউব চ্যানেল গুলিতে ভিজিটররা ইউজাররা ভিড় জমায়।

তবে বর্তমানে ইউটিউব চ্যানেলের ভিডিও গুলির মধ্যে ও বিজ্ঞাপন এত পরিমাণ বেড়ে গিয়েছে যে ইউটিউব এর ভিডিও দেখায় দুষ্কর হয়ে পড়েছে।

ফেসবুকের ভুয়া প্রোফাইল আইডি চেনার উপায়

এজন্য ইউটিউব এর নতুন উপায় হচ্ছে, ইউটিউব এর ভিডিও দেখবেন কিন্তু কোনো বিজ্ঞাপন শো করবেনা আপনার ভিডিওগুলি মধ্যে সেই নিয়মটি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

এই সমস্যার সমাধান নিয়ে এসেছে জনপ্রিয় প্ল্যাটফর্ম। আপনি কোন খরচ ছাড়াই বিজ্ঞাপন মুক্ত ভিডিও দেখতে পারেন। চলুন জেনে নেই পদ্ধতি-

ডেক্সটপ বা ল্যাপটপ থেকে এই পদ্ধতি করতে চাইলে –ইউটিউব এর ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখার নতুন উপায়

  • প্রথমে আপনি আপনার ক্রম ব্রাউজার এ গিয়ে ইউটিউব লিখে সার্চ করবেন।
  • এরপর আপনি আপনার পছন্দ মত যেকোনো ইউটিউব এর একটি ভিডিও চালু করবেন।
  • এরপর আপনি বিজ্ঞাপন বন্ধ করতে চাইলে সেই ভিডিওর ইউআরএল অপশন এর উপরে যাবেন এবং ইউটিউবের – টি -এরপর একটি হাইপেন দিয়ে দিবেন।
  • আশা করছি উপরের এই নিয়মটি অনুসরন করলে ১০০% আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে ইউটিউব এর বিজ্ঞাপন ছাড়াই সব ধরনের ভিডিও ইউটিউবে দেখতে পাবেন।ইউটিউব এর ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখার নতুন উপায়-

মোবাইল ডিভাইস থেকে কাজটি করতে হলে –

  • স্মার্ট মোবাইল ফোন থেকে এই বিজ্ঞাপন ইউটিউব এর বন্ধ করতে চাইলে, আপনাকে ক্ষমা ব্রাউজার এ যেতে হবে।
  • এরপর আপনি আপনার ফোনটিকে ডেক্সটপ মোড করে নিবেন।
  • এরপর আপনি ইউটিউব লিখে সার্চ করবেন।ইউটিউব এর ভিডিও বিজ্ঞাপন ছাড়া দেখার নতুন উপায়
  • এরপরে আপনার ইউটিউব টি ওপেন হয়ে গেলে সেখান থেকে আপনি আপনার পছন্দের যে কোন একটি ভিডিও ওপেন করে নিন।
  • এখন আপনি সেই ভিডিওর ইউআরএল অপশন থেকে ইউআরএল এর উপরে ক্লিক করে ইউটিউবে” টি “এর পর আপনি হাইপেন (-)দিয়ে দিন
  • ব্যাস এবার থেকে আপনি স্মার্টফোনে ইউটিউব ভিডিও দেখুন বিজ্ঞাপন ছাড়া।

আশা করছি আপনারা এই ডেক্সটপ এবং মোবাইলের স্মার্টফোনে এই মাধ্যম যদি ব্যবহার করেন। তাহলে আজকের পর থেকে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখলে আর বিরক্ত কর কোন বিজ্ঞাপন আপনার সামনে আসবে না।

👉 ভিডিওঃ ইংলিশে ১০০% ইউনিক ফ্রী আর্টিকেল লিখুন ৫ মিনিটে

এরকম টেকনলজি সম্পর্কিত নিত্য নতুন সব ধরনের তথ্য এবং সমাধান পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মেইল সাবস্ক্রাইব করে রাখুন।

আরও পড়ুন-

স্মার্টফোনকে ডেক্সটপ মোড করার নিয়ম

অ্যান্ড্রয়েড স্মার্ট ফোন রিসেট করার নিয়ম

এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?

সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন

স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।