আপেলের পণ্যের প্রথম অক্ষরে ‘আই’ থাকে কেন?  জেনে নিন

আজকের পোস্টের মাধ্যমে আমরা অ্যাপেল পন্যের  প্রথম অক্ষরে আই থাকে কেন এ সম্পর্কে আলোচনা করব এবং আমাদের আজকের আলোচনা হল অ্যাপেল পন্য সম্পর্কে।

অ্যাপেলের আইফোন এখন বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ ব্যবহার করে। বর্তমানে আইফোন এখন জনপ্রিয় সেলফোন গুলোর মধ্যে অন্যতম । দাম বেশি হলেও অত্যাধুনিক প্রযুক্তি আকর্ষণীয় লোক ও নিশ্ছিদ্র নিরাপত্তার কারণে অ্যাপেল পণ্যগুলোর চাহিদা গ্রাহকদের কাছে  বিশ্বব্যাপী।আপেলের পণ্যের প্রথম অক্ষরে 'আই' থাকে কেন?

বাজারে বাজারে অ্যাপেলের কোন পণ্য আসলেই যেমন আইফোন, আইপড,আইপ্যাড, আইম্যাক অনেকে  হুমড়ি খেয়ে পড়েন। প্রতিষ্ঠানের অন্যতম জনপ্রিয়তার কারণ হলো নকশা এবং ব্যবহারকারীর প্রতি গভীর মনোনিবেশের ফলেএই কোম্পানির জনপ্রিয়তার  শিখরে পৌঁছেছে। বিশ্বের সবচেয়ে পরিচিত বিষয়ক সংস্থা গুলোর মধ্যেও অ্যাপেল অন্যতম।

২০২৩ সালে ১৩ হাজার টাকার মধ্যে সেরা তিন স্মার্টফোন

এই সংস্থার পণ্যগুলো গ্রাহকদের কাছে মর্যাদার বিষয়। এখন আমাদের প্রশ্ন হল অ্যাপেল তাদের পণ্যগুলোর প্রথমে ‘আই’ ব্যবহার করে কেন এবং  ‘আই’ কোন অর্থে ব্যবহার করে থাকে।আপেলের পণ্যের প্রথম অক্ষরে 'আই' থাকে কেন?

তেলের বেশিরভাগ ডিভাইসে ‘আই’ অক্ষর আছে আর এখানে ‘আই’ অর্থ হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট বোঝাতেই শুধু আই ব্যবহার করা হয় না স্বতন্ত্র বুঝাতেও আয় ব্যবহার করা হয়। শিক্ষামূলক কাজেও ব্যবহার করা যায়।

অধ্যক্ষর ‘আই’ এমন অনেক পণ্যই রয়েছে। আইফোন, আইপ্যাড,আইম্যাক সব কয়েকটি ওয়েব বেজট ডিভাইস বলে এদের অর্ধ অক্ষর ‘আই’ ব্যবহার করা হয়েছে। বিল্টইন নেট এক্সেল দিয়ে বাজারে যেয়ে কম্পিউটার ছাড়া হয়েছিল তা ছিল আইম্যাক। আইম্যাক সর্বপ্রথম বাজারে আসে ১৯৯৮ সালে।তখন অধ্যক্ষর ব্যবহার করা হয়।

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন 

স্টিভ জবস  ছিল তখন অ্যাপেলের নির্বাহী কর্মকর্তা তার হাত ধরেই প্রথম আইম্যাক আসে। তারপর থেকেই অ্যাপেলের বিভিন্ন পণ্যের সাথে ‘আই’ জুড়ে দেওয়া হয়। ‘আই’ এখন ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং কোম্পানির উদ্ভাবনী শক্তির হিসেবে ধরা হয়।

অদ্যাক্ষর ‘আই’ ব্যবহার করা হয়েছে এমন পণ্যগুলোর মধ্যে একটি হলো আইফোন। ২০০৭ সালে বাজারে আসার পরই ব্যাপক সাড়া ফেলে আইফোন। সেলফোনের ক্ষমতাকে ইন্টারনেটের শক্তির সাথে মিলিয়ে বাজারে আইফোন আনা হয়েছিল।আপেলের পণ্যের প্রথম অক্ষরে 'আই' থাকে কেন?

আইফোনের প্রথম মডেলটি মানুষকে প্রযুক্তির সাথে সংযোগ ঘঠিয়ে দেয়। অনেক ব্যাবহারকারীদের মধ্যে একটি ভাবনা আসে যে ‘আই’ অর্থ তিনি ও তার সওা। ব্যাবহারকারীরা কোনো ডিভাইসের অদ্যক্ষর ‘আই’ থাকার  অর্থ এটা অ্যাপেলের প্রযুক্তিপণ্য মনে করেন।

২০০৭ -২০২৩ সাল পর্যন্ত ১৬ বছর অ্যাপল আইফোনের পথচলা। সর্বশেষ গত বছর আইফোন ১৪ সিরিজের ফোন আসে বাজারে।

মোবাইল ফোনের আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন

পোস্ট ট্যাগ-

কোন দেশের আইফোন সবচেয়ে ভালো,আইফোন কে আবিষ্কার করেন,আইফোন ব্যবহারের নিয়ম,আই ফোন দাম কত,আইফোন এর মালিক কে,আই ফোন কোন দেশের তৈরি,আই ফোন ১০,আই ফোন ৬।

আপনার জন্য-

Oppo A56: 5G পাওয়ার ফুল ব্যাটারি, দাম 20 হাজার টাকার কম

TVS Radeon: মধ্যবিত্তের প্রিয় এই বাইক, পাওয়া যাবে মোট ১১টি কালারে

Oppo A54s: দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল-India & BD

50MP ক্যামেরার সাথে মোটোরোলার নতুন ফোনে মিলবে নোট লেখা ও আঁকার বিশেষ সুবিধা

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :< strong>এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।