১ মিনিটে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন ২০২৩

আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন, আপনাদের জন্য একদম সুখবর যারা গ্রামীণফোনের সিম ইউজার তাদের জন্য এই সুখবরটি বিশেষ করে,তারা আজকের এই পোষ্টের নিয়ম অনুসরণ করে গ্রামীণফোনের ইউজার হলে খুব সহজে কিন্তু ১ জিবি ফ্রি ইন্টারনেট পেয়ে যাবে।

১ মিনিটে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট

তাই আজকের পোস্টে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো, কিভাবে আপনি আপনার সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট এক মিনিটের মধ্যে নিয়ে আসবেন এবং আপনি লাইফটাইম পর্যন্ত এরকম হাজার হাজার জিবি ইন্টারনেট আপনি আপনার সিমে বোনাস আকারে নিয়ে আসতে পারবেন একদম ফ্রিতে।

তো চলুন শুরু করা যাক আমার দেখা নিয়ম অনুসরণ করে আপনিও শুরু করে দিন এখনই –

আগেই বলে রাখা ভালো যে এই ফ্রী ওয়ান জিবি ইন্টারনেট পাবার জন্য আপনাকে অবশ্যই একটি ছোট্ট অফিসিয়াল এপ্লিকেশনের সাহায্য নিতে হবে। তবে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইন্সটল করে অফারটি নেওয়ার পর আপনি চাইলে অ্যাপ্লিকেশনটি আবার আপনি আনইন্সটল করে ফেলতে পারবেন।

গ্রামীণ সিমের সকল কোড

তবে অবশ্যই চেষ্টা করবেন যেহেতু এই অ্যাপসটি আপনাকে সাহায্য করবে সব ধরনের তথ্য দিয়ে সেহেতু আপনার ফোনে রেখে দেওয়াই ভালো।

ওয়ান জিবি ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য যে সকল পদক্ষেপ আপনি নিবেন –

    • প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আমাদের দেওয়া এই লিংকটিতে https://mygp.li/223G ক্লিক করে। আপনাকে আপনার ফোনে মাই জিপির” একটি অফিশিয়ালি এপ্স ইন্সটল করে নিতে হবে।
    • মনে রাখবেন ফ্রি 1 জিবি ইন্টারনেট পেতে অবশ্যই  লিংকের মাধ্যমে এই মাই জিপির অফিশিয়াল অ্যাপসটি আপনি ওপেন করে নিবেন।
    • এরপরে আপনি আপনার ব্যবহৃত মাই জিপি এপস এর যে ফোন নাম্বারটি ব্যবহার করবেন সেই জিপি ফোন নাম্বারটি রেজিস্ট্রেশন করে ফেলবেন।
    • মাই জিপি এপস এর রেজিস্ট্রেশন সম্পন্ন হতে অবশ্যই ওটিপি ভেরিফিকেশন নিশ্চিত করুন।
    • এরপরে সঠিকভাবে আপনার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেলে নিচের মত এরকম ইন্টারফেস চলে আসবে।১ মিনিটে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন
    • ব্যাস আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করতে হবে না খুব সহজেই এই মেথড অবলম্বন করে এভাবে আপনি ১ জিবি ফ্রি ইন্টারনেট এখনই নিয়ে নিন।
    • এছাড়াও যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা এই লিংকের থেকে ভিডিও দেখে লাইভ আকারে আপনি এই কাজটি করে এখনই ১ জিবি ইন্টারনেট ফ্রিতে নিয়ে নিতে পারবেন।

প্রতি মাসে 5 থেকে 10 জিবি ফ্রি ইন্টারনেট

  • এখন আপনাদেরকে দেখাবো এই Gp Apps এর মাধ্যমে আপনিও ফ্রিতে প্রতি মাসে 500 থেকে আপনি 5000 এমবি পর্যন্ত ইন্টারনেট কিভাবে পাবেন।
  • এটি কিন্তু খুবই সহজ একটি কাজ শুধু আপনাকে মনোযোগ সহকারে পোস্টটি পড়তে হবে।
  • দেখুন উপরে আমাদের দেওয়া ঐ লিংকটি থেকে যখনই আপনি মাই জিপে অ্যাপসটি রেজিস্ট্রেশন করে একটিভ করে নিবেন।
  • তখন আপনার সামনে মাইজিবি এপ্স এর এইরকম প্যানেল টি চলে আসবে হোমপেজে।

সেখান থেকে আপনি নিচের দিকে আসলে একটি অপশন দেখতে পাবেন আমি স্ক্রিনশটের ছবিটিতে দেখানোর চেষ্টা করেছি।১ মিনিটে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিন

উপরের এই নিয়মগুলি অবলম্বন করে আপনি জিপি অর্থাৎ গ্রামীনফোনের সিম থেকে আপনি প্রতি মাসে ভালো ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
আশা করছি যারা জিপি বা গ্রামীণফোনের সিম ব্যবহার করে থাকেন এই পদ্ধতি গুলো আপনাকে ফ্রি এক জিবি ইন্টারনেট পেতে সাহায্য করবে।
এছাড়াও যদি আপনাদের কারো কোন বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
ধন্যবাদ সবাইকে পরবর্তী এই ধরনের পোস্ট পড়ার জন্য বা দেখার জন্য অবশ্যই আমাদের ওয়েবসাইট সাবস্ক্রাইব করে রাখবেন।

আপনার জন্য-

সকল সিমের নাম্বার দেখার কোড

সব সিমের ইমারজেন্সি ব্যালেন্স নেওয়ার কোড

টেলিটক সিম I টেলিটক ব্যালেন্স চেক-2022(নতুন সব আপডেট)

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

মোবাইল ব্যাংকিং কয়টি ও কি কি

নগদ মোবাইল ব্যাংকিং ডিলার হতে কি লাগে

মোবাইল ব্যাংকিং বলতে কি বুঝ ও মোবাইল ব্যাংকিং এর অসুবিধা

উপায় মোবাইল ব্যাংকিংয়ে কি সুবিধা পাবেন?

উপায় মোবাইল ব্যাংকিং কোড কত

উপায় অ্যাকাউন্ট খোলার সহজ পদ্ধতি

নগদ একাউন্ট দেখার নিয়ম ২০২৩

উপায় ক্যাশ আউট ও সেন্ড মানি খরচ কত

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৪৭৫ other subscribers

 

প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।

SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।

SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম