শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট ঘরে বসে কিভাবে করবেন? সে বিষয়ে বিস্তারিত জানুন।আপনারা জানেন শ্যামলী পরিবহনের বাস সার্ভিস গুলি খুবই মানসম্মত তাদের এসি এবং ননএসি দুটি সার্ভিস এখন বাংলাদেশে এভেলেবেল রয়েছে।

বর্তমানে আমাদের দেশ ডিজিটালের দিকে এগিয়ে যাওয়ার ফলে বিভিন্ন রকম কার্যক্রম এখন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে করা অসম্ভব হয়ে পড়েছে।

জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার সঠিক নিয়ম।২ মিনিটে

তার লক্ষ্যে এখন বিভিন্ন রকম পরিবহন গুলিতেও অনলাইনে টিকিট কাটার সিস্টেম চালু করেছে বাংলাদেশ সরকার বা পরিবহন কর্তৃপক্ষ।

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম

এজন্য আজকে আমি আমাদের ওয়েবসাইটের ভিজিটর দের সুবিধার্থে “শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম” কিভাবে আপনি ঘরে বসে দুই মিনিটের মধ্যেই আপনার কম্পিউটার অথবা মোবাইলের মাধ্যমে ঘরে বসেই শ্যামলী পরিবহনের টিকেট সংগ্রহ করবেন অথবা টিকেট কাটবেন সে বিষয়ে বিস্তারিত।

এছাড়াও শ্যামলী পরিবহন সম্পর্কিত যে সকল বিষয় জানতে পারবেন তা হচ্ছে-শ্যামলী পরিবহন অনলাইন টিকিট bd, শ্যামলী পরিবহন মোবাইল নাম্বার,শ্যামলী পরিবহন টিকিট মূল্য,শ্যামলী পরিবহন গাবতলী কাউন্টার,শ্যামলী পরিবহন ঢাকা টু পাবনা,শ্যামলী পরিবহন গাইবান্ধা কাউন্টার।

অনলাইনে ট্রেনের টিকিট করার সহজ নিয়ম 

এই সকল বিষয়ে আপনি আমাদের আজকের এই পোস্ট থেকে জানতে পারবেন আপনার প্রয়োজনীয় বিষয়টি এখান থেকে জেনে নিন এবং সঠিক গন্তব্যে সঠিক সময়ে কোনো বিভ্রান্তি ছাড়া পৌঁছে যান আপনার ঠিকানায়।

শ্যামলী পরিবহন অনলাইন টিকিট bd

শ্যামলী পরিবহনের অনলাইনে টিকেট করার জন্য প্রথমে আপনাকে যেটি করতে হবে তা হচ্ছে আপনি আপনার কম্পিউটার অথবা মোবাইলের ব্রাউজার থেকে-www.Shohoz.com এটা লিখে গুগলে সার্চ করুন তাহলে আপনার সামনে এই সহজ ওয়েবসাইটের হোমপেজটি চলে আসবে অথবা আমাদের দেওয়া এই লিঙ্কে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করুন।

এরপরে নিচের ছবির মতো এই ওয়েবসাইটের হোমপেজে থাকা বাস(BUS)অপশনটির উপরে ক্লিক করলে,আপনার সামনে অনলাইনে টিকিট করার form চলে আসবে নিচের ছবি অনুসরণ করুন।

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম
,

সেখানে আপনি ফরমের(From) ঘরে কোথা থেকে আপনি শ্যামলী পরিবহন অথবা বাসে যেতে চাচ্ছেন সেই ঠিকানাটি নির্বাচন করুন এবং কোথায় আপনার গন্তব্য সেটিও নিচের ঘরে টু(To) লেখা রয়েছে সেখানে নির্বাচন করুন, এরপর আপনি ডেট অফ জার্নিং(Date of Journey) কত তারিখে আপনি জার্নি করতে চাচ্ছেন অথবা যেতে চাচ্ছেন সেই তারিখ টি সিলেক্ট করে দিন।  এরপর নিচে থাকা  সার্চ বাসেস(search buses) এই অপশনটির উপরে ক্লিক করুন।

?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??

উপরে দেওয়া তথ্য গুলি সঠিকভাবে পূরণ করে সার্চ বাসেস(Search buses) এই অপশনটির উপরে আপনি ক্লিক করলেই, আপনার সামনে নিচের  ছবিতে দেওয়া এইরকম একটি ইন্টারফেস চলে আসবে।

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

যেখানে যে সকল বিষয়ে আপনি জানতে পারবেন তা হচ্ছে- আপনি এখান থেকে অসংখ্য বাসের নাম সহ অর্থাৎ আপনার পরিবহনের নাম সহ সেখানকার বাস ছাড়ার সময়  এবং সিট প্ল্যান  এবং সেই সিটের জন্য কত মূল্য বাংলাদেশী টাকা নির্ধারণ করা হয়েছে এবং হাতের ডানপাশে আছে” অপারেটর”  সেই অপশন থেকে আপনি আপনার পছন্দের বাসটি শ্যামলী পরিবহন ছাড়াও আপনি নির্বাচন করে ভিউ সিট এই অপশনটির উপরে ক্লিক করুন।

ভিউ সিটস (view seats) এই অপশনটির উপরে ক্লিক করলেই, নিচের দেওয়া এই ছবির মতো এই বাসটির পুরো সিটিং প্লান আপনার সামনে চলে আসবে, সেখান থেকে আপনার পছন্দের সিটটি নির্বাচন করুন এবং নিচে আসলে কন্টিনিউ বলে একটি অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন। তার আগে উপরের দিকে আপনার যে পয়েন্ট থেকে আপনি গন্তব্যে উঠবেন মানে  বাসে উঠবেন সেটি নির্বাচন করে দিন।

শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

এরপরে “কন্টাক্ট ইনফর্মেশন “আপনার ফোন নাম্বার । আপনি চাইলে আপনার ইমেইল এড্রেস দিয়ে দিবেন এরপরে পেমেন্ট ডিটেলস এর ঘরে এসে আপনি অনলাইনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং অথবা কার্ড বা আপনার cash-on-delivery এটি নির্বাচন করে কনফার্ম রিজার্ভেশন অপশানে ক্লিক করবেন।নিচে ছবি দেখুনশ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম,

ব্যাস আপনার শ্যামলী পরিবহন অনলাইনে টিকিট করার কাজটি শেষ। এখন আপনি টিকেটটি প্রিন্ট আউট করে অথবা আপনি আপনার মোবাইল ফোনের ছবি উঠিয়ে নিয়ে, আপনার গন্তব্যে আপনি পৌঁছে যাবেন ঠিক সেই সময়ে যে সময়টি টিকেটে দেয়া রয়েছে।

আশা করছি উপরের নিয়ম অনুসরণ করলে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার এর মাধ্যমে ঘরে বসে খুব সহজেই শ্যামলী পরিবহন অনলাইন টিকিট করতে পারবেন এবং আপনি চাইলে যেকোনো ধরনের বাসেরি অনলাইন টিকেট মুহূর্তের মধ্যেই অনলাইনে ঘরে বসে করতে পারবেন আশা করি পোস্টটি আপনার উপকারে আসবে।

ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।

এছাড়াও আপনি চাইলে উপরোক্ত এই নিয়মে মোবাইল অ্যাপসের মাধ্যমে সহজেই মোবাইলেও করতে পারবেন তার জন্য আমাদের দেওয়া এই লিঙ্ক থেকে মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিন।

শ্যামলী পরিবহন টিকিট মূল্য

মূলত শ্যামলী পরিবহন বাংলাদেশের অন্যতম বৃহত্তম বাস সার্ভিস কোম্পানি। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন জেলায় যাত্রীসেবা দিয়ে আসছে। শ্যামলী পরিবহনের টিকিটের দাম যাত্রীদের সন্তুষ্টির বিষয়। এছাড়াও যাত্রীরা আরামদায়ক এবং বিলাসবহুল উভয় ধরনের সেবা পেতে পারেন।

যদি আমরা একটি টিকিটের মূল্য সম্পর্কে চিন্তা করি তবে এটি দূরত্বের উপর নির্ভর করে। আপনি যদি আরও দূরে যান তবে আপনাকে টিকিট কিনতে আরও বেশি টাকা দিতে হবে। যেমন ঢাকা থেকে কক্সবাজার গেলে টিকিটের মূল্য ৮০০ টাকা এবং এসি বাসে ১৫০০ টাকা। অন্যদিকে, আপনি যদি ঢাকা থেকে কলকাতা যেতে চান তবে আপনার টিকিটের দাম পড়বে 1700 টাকা এবং আপনি যদি এসি বাসে যেতে চান তবে টিকিটের দাম পড়বে 1900 টাকা। এবার শ্যামলী পরিবহনের বাস সার্ভিসের সকল টিকিটের মূল্য তালিকা দেখে নেওয়া যাক।

From To Type Ticket Price
Dhaka Chittagong Non-AC AC 480 BDT 1200 BDT
Dhaka Cox’s Bazar Non-AC AC (Econo) AC (Business) 800 BDT 1500 BDT 2200 BDT
Dhaka Bandorban Non-AC AC 620 BDT 1400 BDT
Dhaka Teknaf Non-AC AC 900 BDT 1200 BDT
Dhaka Sylhet Non-AC 470 BDT
Dhaka Rajshahi Non-AC 480 BDT
Dhaka Kustia Non-AC 450 BDT
Dhaka Rangamati Non-AC AC 620 BDT 1500 BDT
Dhaka Rangpur Non-AC AC 500 BDT 1000 BDT
Dhaka Pabna Non-AC AC 400 BDT 700 BDT
Dhaka Kolkata AC (Econo) AC (Business) 1700 BDT 1900 BDT
Dhaka Siliguri AC 2000 BDT

শ্যামলী পরিবহন কাউন্টার এর ঠিকানা

আসুন তাহলে আমরা শ্যামলী পরিবহন বাস সার্ভিসের কাউন্টার গুলো সম্পর্কে জেনে নেই।

  • ঢাকা কাউন্টার।
  • চিটাগাং কাউন্টার।
  • সিলেট কাউন্টার
  • কক্সবাজার কাউন্টার।
  • টেকনাফ, বাংলাদেশ।
  • রাঙ্গামাটি, বাংলাদেশ।
  • বান্দরবান, বাংলাদেশ।
  • রংপুর, বাংলাদেশ।
  • মৌলভীবাজার, বাংলাদেশ।
  • রাজশাহী, বাংলাদেশ।
  • খুলনা, বাংলাদেশ।
  • পাবনা, বাংলাদেশ।
  • কলকাতা, ভারত।
  • শিলিগুড়ি, ভারত।

শ্যামলী পরিবহন মোবাইল নাম্বার

শ্যামলী পরিবহন আমরা নিচে ব্লগ আকারে সব জেলার কাউন্টার নম্বর দেখাচ্ছি। আমরা এই পোস্টটি প্রকাশ করেছি যাতে আপনি আপনার প্রয়োজনীয় কাউন্টারে যোগাযোগ করে সহজেই পরিষেবাটি পেতে পারেন। নিচে দেওয়া কাউন্টার নম্বর থেকে শ্যামলী পরিবহনের টিকিটের মূল্য সহ সমস্ত বিবরণ সহজেই জানতে পারবেন।

আসাদ গেইট 01714-619173
কল্যাণপুর-1 02-8091161
কল্যাণপুর-2 02-8091162
কে পি বি আর টি সি 02-8091183
সোহরাব পাম্প 02-8091177
টেকনিক্যাল 01865-068922
গাবতলি-03 01865-068925
গাবতলি এন এস 01865-068924
গাবতলি ভি আই পি 02-9002624
গাবতলি –05 02-9014359
গাবতলি –06 02-9014560
গাবতলি মাজার রোড 02-901110
পান্থাপথ 02-9112327
ফকিরাপুল 02-7193725
আরামবাগ –01 02-7192215
আরামবাগ-02 02-7193915
কমলাপুর 02-48316246
সায়দাবাদ-01 02-7541336
সায়দাবাদ-04 02-7541249
আব্দুল্লাহপুর 01865-068930
উত্তরা 02-7914336
নরদা 02-55050218
মালিবাগ 01865-068927
নারায়ণগঞ্জ-01 02-7642882
নারায়ণগঞ্জ-02 02-7647945
নারায়ণগঞ্জ-03 02-7647721
চট্রগ্রাম দামপারা বুকিং অফিস-01908899560
চট্রগ্রাম বিআরটিসি বুকিং অফিস ২ 01908899634
চট্রগ্রাম এ কে খান বুকিং অফিস (এসি)01908899563
চট্রগ্রাম এ কে খান – 3 বুকিং অফিস 01908899564
চট্রগ্রাম বিআরটিসি বুকিং অফিস 01908899565
কক্সবাজারের উর্মী অতিথি বুকিং অফিস 01908899567
কক্সবাজার সি পার্ক বুকিং অফিস 01908899568
কক্সবাজারের সুগন্ধা বুকিং অফিস 01908899569
কক্সবাজারের শওকত বুকিং অফিস 01908899570
কক্সবাজার টার্মিনাল বুকিং অফিসে ড 01908899571
বান্দরবান বুকিং অফিস 01908899572
রাঙামাটি বুকিং অফিস 01908899573
খাগড়াছড়ি বুকিং অফিস 01908899574
কাপ্তাই বুকিং অফিস 01908899575
ফটিকছড়ি বুকিং অফিস 01908899576
টেকনাফ বুকিং অফিস 01908899578
সিলেট কদমতলী বুকিং অফিস 01908899579
সিলেট হুমায়ূন চত্বর বুকিং অফিস 01908899580
সিলেট বাজার গেট বুকিং অফিস 01908899581
সিলেট উপশহর বুকিং অফিস 01908899582
সিলেট পাম্প বুকিং অফিস 01908899583
মৌলভীবাজার বুকিং অফিস 01908899584
সুনামগঞ্জ বুকিং অফিস 01908899585
চাতক বুকিং অফিস 01908899586
বিয়ানি বাজার বুকিং অফিস 01908899587
রাজশাহী বুকিং অফিস 01908899589
চ্যাপাই বুকিং অফিস 01908899590
কানসার্ট বুকিং অফিস 01908899591
রোহানপুর বুকিং অফিস 01908899592
নাটোর বুকিং অফিস 01908899593
পাবনা বুকিং অফিস 01908899594
বগুড়া বুকিং অফিস 01908899595
নওগাঁ বুকিং অফিস 01908899596
জয়পুরহাট বুকিং অফিস 01908899597
হিলি বুকিং অফিস 01908899598
আককেলপুর বুকিং অফিস 01908899601
বোনাপার বুকিং অফিস 01908899602
রংপুর বুকিং অফিস 01908899603
সাইদপুর বুকিং অফিস 01908899604
ফুলবাড়ি বুকিং অফিস 01908899605
দিনাজপুর বুকিং অফিস – 1 01908899606
দিনাজপুর বুকিং অফিস 01908899607
গাইবান্ধা বুকিং অফিস 01908899608
নীলফামারী বুকিং অফিস 01908899609
রানিশংকাইল বুকিং অফিস 01908899610
ঠাকুরগাঁও বুকিং অফিস 01908899612
পাঁচগর বুকিং অফিস 01908899613
তিতুলিয়া বুকিং অফিস 01908899614
বাংলাবান্ধা বুকিং অফিস 01908899615
কুড়িগ্রাম বুকিং অফিস 01908899616
নাগেশ্বরী বুকিং অফিস 01908899617
ভুরুঙ্গামারী বুকিং অফিস 01908899618
কুষ্টিয়া বুকিং অফিস 01908899619
মেহেরপুর বুকিং অফিস 01908899620
কাজীপুর বুকিং অফিস 01908899621
প্রাগপুর বুকিং অফিস 01908899623
গঙ্গী বুকিং অফিস 01908899624
ভেরামারা বুকিং অফিসে 01908899625
কর্নেলহাট বুকিং অফিস 01908899630
কোইমুলোধন বুকিং অফিস 01908899631
অলংকার বুকিং অফিস 01908899635
পাবনা অতিরিক্ত 01908899636

শ্যামলী পরিবহনের কাউন্টার নম্বর সম্পর্কে আপনার কোন প্রশ্ন থাকলে, কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আমরা শীঘ্রই আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব.

আরও আপনার জন্য

?ব্যাটারি ছাড়া ল্যাপটপ চালানো

?স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন

?দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল

?পাওয়ার ফুল ব্যাটারি, দাম 20 হাজার টাকার কম

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *