আজ ভিন্নধর্মী বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট চেক করবেন কিভাবে সে বিষয়ে বিস্তারিত জানাবো।
এছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সম্পর্কিত যে সকল বিষয়ে জানতে পারবে তা হচ্ছে-বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেটের দাম কত?বাংলাদেশ বিমান টিকেটের দাম 2022 এবং বিমান টিকেট কাউন্টার সহ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর সকল খুঁটিনাটি বিষয় সহকারে বিস্তারিত।
এনা পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে
বাংলাদেশের সরকারী বিমান সংস্থা নাম হল -বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এই বিমানটি বাংলাদেশ সরকার দ্বারা পরিচালিত হয়, যার ফলে এই বিমানের টিকিট ভাড়া থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ-সুবিধা অনেক বেশি।
বিশেষ করে বাংলাদেশী প্রবাসীদের জন্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্স তাদের প্রথম পছন্দ কারণ বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর খরচ খুবই কম।এজন্য বিদেশগামী প্রবাসীদের জন্য বাংলাদেশ বিমান এয়ারলাইন্স অনলাইনে টিকেট চেক করার সিস্টেম কি?এটি জানা খুবই জরুরী এবং প্রয়োজনীয়।
শ্যামলী পরিবহন অনলাইন টিকেট করার নিয়ম। ২ মিনিটে
চলুন জেনে নিই তাহলে কিভাবে আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে এয়ারলাইন্স বিমানের টিকেট চেক করবেন সে বিষয়ে।
Biman Bangladesh airlines ticket check: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক
Domestic Flight Schedule। বাংলাদেশের অভ্যন্তরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক
প্রথমে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
এরপরে আপনার সামনে বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটের হোম পেজ চলে আসবে নিচের ছবির সঙ্গে মিলিয়ে নিন।
এরপরে ফ্লাইট সিডিউল(Flight Schedule) চেক করার জন্য আপনি তাদের ওয়েবসাইটের মেনুবার থেকে ফ্লাইট সিডিউল অপশনটির উপরে ক্লিক করুন নিচের ছবি অনুসরণ করুন।
ফ্লাইট সিডিউল অপশনটির উপরে ক্লিক করার পর, আপনার সামনে নিচের মত একটি ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনি ফ্লাইং ফর্ম( Flying from) ঘরে আপনি কোথা থেকে রওনা দিতে চান সেটি সিলেক্ট করুন এবং ফ্লাইং টু( Flying To) এই ঘরে আপনি কোন গন্তব্যে যেতে চান সেটি সিলেক্ট করুন। এরপর আপনি ডেট (Date) অর্থাৎ কয় তারিখে আপনি ফ্লাইট করতে চান? সেটি সিলেক্ট করে হাতের ডান পাশের সার্চ (Search)অপশন এর উপরে ক্লিক করুন।
জাতীয় জাদুঘর অনলাইন টিকেট করার সঠিক নিয়ম।২ মিনিটে
এখন সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে, নিচের ছবির মত ঢাকা টু কক্সবাজার ফ্লাইট শিডিউল টি আপনার সামনে চলে আসবে। সেখান থেকে আপনি আপনার পছন্দের ফ্লাইট সিডিউল চেক করে নিতে পারবেন।
International Flight Schedule । আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক
আন্তর্জাতিক বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট সিডিউল চেক করার ক্ষেত্রেও একই নিয়ম। প্রথমে আপনি ওয়েবসাইটে প্রবেশ করার পর ফ্লাইট সিডিউল অপশন এর উপরে ক্লিক করবেন।
এর পরে আপনি নিচের ছবির মত কোন দেশ থেকে আপনি বাংলাদেশে আসতে চান এবং বাংলাদেশের কোথায় আসতে চান সেটি সিলেক্ট করে দিবেন এরপর সার্চ অপশনে ক্লিক করবেন।
অনলাইনে ট্রেনের টিকিট করার সহজ নিয়ম
এখন Search অপশনটির উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই সাইটের সিডিউলটি চলে আসবে সেখান থেকে আপনি আপনার পছন্দের সিডিউল চেক করে নিতে পারবেন।
এভাবে আপনি উপরের দেওয়া নিয়মে ঘরে বসে খুব সহজে অনলাইনের মাধ্যমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স টিকেট চেক করে নিতে পারবেন।
নিচে ভিডিও দেখুন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং এই সম্পর্কে অনেকেই গুগলে বিভিন্ন রকম ভাবে সার্চ করে থাকে, আজকে আমি তাদের জন্য এই বিষয়টি সঠিক কোথা থেকে অনলাইনের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট বুকিং করবেন? যানাবো ইনশাল্লাহ।
অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট বুক করতে হলে আপনাকে মতিঝিল, বনানী ও আশকোনা আউটলেটে যেতে হবে। এছাড়াও আপনি 017-615613-18 নম্বরে কল করে টিকিট বুক করতে এবং কিনতে পারেন। তবে বিকাশ ও রকেটের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে চাইলে সকাল সাড়ে ৮টা থেকে রাত ৮টার মধ্যে টাকা পাঠাতে হবে।
ড্রাইভিং লাইসেন্স করার নতুন নিয়ম ২০২২।
এছাড়ায়ও আপনি চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর অফিসিয়াল ওয়েবসাইটে থেকেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট বুকিং করতে পারবেন ।
বাংলাদেশ বিমান টিকেটের দাম 2022
বাংলাদেশ বিমান টিকেটের দাম কি পরিমাণ হয় সে বিষয়টি নিয়ে গুগল এই অনেকেই সার্চ করে থাকে।
বিমানের টিকেটের মূল্য অন্যান্য পরিবহন এর মতই সময় এবং পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে বিভিন্ন কম্পানি বিভিন্ন রেট দিয়ে থাকে।
তবে বিমান কোম্পানিগুলো তাদের যাতায়াত ভাড়া সব সময় একই পরিমাণ রাখার চেষ্টা করে। কারণ বিমানের ভাড়া ও বাংলাদেশ সরকার দ্বারা নির্ধারিত করা হয়েছে।
?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??
কিন্তু বিমানের বিষয়ে অনেকের জানা না থাকার ফলে বিভিন্ন রকম দালাল চক্র এবং বিভিন্ন রকম টিকিট বিক্রেতা কোম্পানিগুলো আমাদের কাছ থেকে অনেক ভাড়া নিয়ে থাকে।
তাই মোটামুটি যদি আপনার বিমানের ভাড়া সম্পর্কিত ধারণা থাকে তাহলে আপনি ঠকবেন না। আমি আপনাদেরকে নিচে সঠিক মূল্যের কিছু বিমান ভাড়া দিয়ে দিচ্ছি।
এছাড়ায়ও আপনি এখানে ক্লিক করে আপডেট বাংলাদেশ বিমান টিকেটের দাম দেখে নিন ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অনলাইন টিকেট হেল্পলাইন নাম্বার
যেকোনো ধরণের তথ্য বা জিজ্ঞাসা থাকলে নিচের দেয়া এই নাম্বার এ সরাসরি কথা বলতে পারেন।
সদর দফতর,
বলাকা, কুর্মিটোলা,
ঢাকা-1229, বাংলাদেশ।
+88-02-8901600
+88-02-8901730-44
আরও আপনার জন্য–
?ব্যাটারি ছাড়া ল্যাপটপ চালানো
?স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন
?দুর্দান্ত ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি সহ লঞ্চ হল
?পাওয়ার ফুল ব্যাটারি, দাম 20 হাজার টাকার কম
SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
”প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন
SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে।
স্বাস্থ্যকর খাবার সম্পর্কিত ইংলিশে সকল সঠিক তথ্য জানতে আমাদের SS IT BARI- ভালোবাসার টেক ব্লকের আরেকটি সংস্করণ, US IT BARI- All About Healthy Foods ওয়েব সাইট টি ভিজিট করতে পারেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন –www.usitbari.com

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম