বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি-2022

বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি-বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ এর ম্যাচের সূচি প্রকাশ করেছে। এই বছর BPL T20 শুরু হবে ২১ শে জানুয়ারী ২০২২ থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। BPL T20 গ্র্যান্ড ফাইনাল ১৮ ফেব্রুয়ারি ২০২২ এ অনুষ্ঠিত হবে। এই বছর ৮ টি দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দেবে।

BPL ২০২২-এ BPL T20-এ রাজশাহী ও রংপুর দল অংশগ্রহণ করবে না। আপনি জানেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২ ছয়টি দলের মধ্যে খেলা হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ খেলবেন তিনি। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2022 খেলার পূর্ণাঙ্গ সূচি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2022 খেলার পূর্ণাঙ্গ সূচি

দেখে নিন এক নজরে এবারের আসরে ২০২২ সালের প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ২০২২ এর পূর্ণাঙ্গ সময়সূচী।

আমাদের দেশে ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর হচ্ছে বিপিএল। বিপিএল গত বছর এবং তার আগের বছর কভিড থাকার কারণে অনেকটাই জমে ওঠে নাই। তবে এবারের আসর মাতাতে বিভিন্ন রকম গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট বলা যায় আর এই ক্রিকেটের মধ্যে বিপিএল হচ্ছে আমাদের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম একটি খেলা যার অপেক্ষায় আমরা এক বৎসর যাবত অপেক্ষা করে থাকি এবং সেই খেলাটি বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতেও অনুষ্ঠিত হয়।

সে কারণে আমাদের মধ্যে অনেকেই গুগলে আমরা সার্চ করে থাকি বিপিএল খেলার সময় সূচি ব্যাপারে তো অনেক পত্রিকা বা অনেক নিউজ এই এই খেলার সময়সূচী কি ভুল প্রকাশিত থাকে আমরা একদম যাচাই-বাছাই করে পরীক্ষিত ভাবে ক্রিকেট বোর্ড থেকে নিয়ে আপনাদেরকে এই বিপিএল ২০২২সালের সময়সূচী জানানোর চেষ্টা করেছি।

তো চলুন জেনে নিই এবারের আসরে বিপিএলে কোন দলের সঙ্গে কোন দল কোথায় কবে কোন সময়ে কারা খেলছে তার একটি সময়সূচী

বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি-এবারের আশরে বিপিএল ২০২২ দলসমুহ দেখে নিন

  • Dhaka Stars

  • Khulna Tigers

  • Chittagong Challengers

  • Fortune Barisal

  • Comilla Victorians

  • Sylhet Sunrisers

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2022 খেলার পূর্ণাঙ্গ সূচি
    বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2022 খেলার পূর্ণাঙ্গ সূচি

বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি- এবারের আশরে বিপিএল ২০২২ ভেন্যু যেনে নিন

প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। সব ম্যাচ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছিল অন্তত তিনটি ভেন্যু থাকবে। তবে নিরাপত্তার কারণে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট তিনটি মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।

পর্যায়ক্রমে ৩টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল ৮।

  • Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur, Dhaka

  • Zahur Ahmed Stadium, Chittagong

  • Sylhet National Stadium

 

বিপিএল টি২০ সময়সূচী ২০২২

শুরুর তারিখ: ২০ জানুয়ারী ২০২২

শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২২

হোস্ট কান্ট্রি: বাংলাদেশ

খেলা লাইভ দেখাবেজিটিভি

 

বিপিএল শেষ টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ। বিপিএলের দলে অনেক বিদেশি আছে। বিপিএলের দলে অনেক বিদেশি আছে। আসন্ন বিপিএল টি-টোয়েন্টির জন্য অপেক্ষা করছেন শান্তি ভক্তরা। তাই বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সূচি বিসিবির পাশেই রয়েছে।

বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু সময়
২১ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১:৩০
২১ জানুয়ারি থেকে খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৬:৩০
২২ জানুয়ারি থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
২২ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
২৪ জানুয়ারি থেকে ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
২৪ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
২৫ জানুয়ারি থেকে মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
২৫ জানুয়ারি থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
২৮ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় দুপুর ১:৩০
২৮ জানুয়ারি থেকে মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় সন্ধ্যা ৬:৩০
২৯ জানুয়ারি থেকে ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় দুপুর ১২:৩০
২৯ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় সন্ধ্যা ৫:৩০
৩১ জানুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় দুপুর ১২:৩০
৩১ জানুয়ারি থেকে খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল দল খেলবে চট্রগ্রাম Stadium সময় সন্ধ্যা ৫:৩০
১ ফেব্রুয়ারি থেকে মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে চট্রগ্রাম Stadium সময় দুপুর ১২:৩০
১ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল দল খেলবে চট্রগ্রাম Stadium সময় সন্ধ্যা ৫:৩০
৩ ফেব্রুয়ারি থেকে খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
৩ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
৪ ফেব্রুয়ারি থেকে ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১:৩০
৪ ফেব্রুয়ারি থেকে মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৬:৩০
৭ ফেব্রুয়ারি থেকে ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে সিলেট Stadium সময় দুপুর ১২:৩০
৭ ফেব্রুয়ারি থেকে খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে সিলেট Stadium সময় সন্ধ্যা ৫:৩০
৮ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে সিলেট Stadium সময় দুপুর ১২:৩০
৮ ফেব্রুয়ারি থেকে ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স দল খেলবে সিলেট Stadium সময় সন্ধ্যা ৫:৩০
৯ ফেব্রুয়ারি থেকে খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে সিলেট Stadium সময় দুপুর ১২:৩০
৯ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স দল খেলবে সিলেট Stadium সময় সন্ধ্যা ৫:৩০
১১ ফেব্রুয়ারি থেকে খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১:৩০
১১ ফেব্রুয়ারি থেকে মিনিস্টার গ্রুপ ঢাকা-ফরচুন বরিশাল দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৬:৩০
১২ ফেব্রুয়ারি থেকে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
১২ ফেব্রুয়ারি থেকে খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
১৪ ফেব্রুয়ারি থেকে তৃতীয় দল-চতুর্থ দল(এলিমিনেটর) দল খেলবে ঢাকা Stadium সময় দুপুর ১২:৩০
১৪ ফেব্রুয়ারি থেকে প্রথম দল-দ্বিতীয় দল (কোয়ালিফায়ার ১) দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
১৬ ফেব্রুয়ারি থেকে কোয়ালিফায়ার ১ পরাজিত-এলিমিনেটর জয়ী (কোয়ালিফায়ার ২) দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
১৮ ফেব্রুয়ারি থেকে কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২ (ফাইনাল) দল খেলবে ঢাকা Stadium সময় সন্ধ্যা ৫:৩০
SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

৩৯ comments

  1. Sakib rahman Reply

    ধন্যবাদ, আমি অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি। আপনাদের ওয়েবসাইটে পেয়ে ভালো লাগলো।

  2. Safin Sayeb Jewel Reply

    বিপি এল এর নির্ভূল সূচী দেয়ার জন্য ধন্যবাদ। খেলার সূচী থাকলে প্রিয় দলের খেলা কখনোই মিস হবেনা। আর যেহেতু সময় সহ বিস্তারিত দিয়েছেন,,, তাই খুব বেশি উপকৃত হবো।

  3. md alif hossain Reply

    ভাই আমি রাজশাহীর সাপোর্ট করি। অনেক আগে থেকে খুব ভালো তাদের জন্য সবসময়ই আমার দোয়া রইবে। ধন্যবাদ।

  4. Masud Alam Reply

    ধন্যবাদ এত সুন্দর করে পুরো খেলার সময়সূচী দেওয়ার জন্য নয় আসলে উপকৃত হলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *