বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি-বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২২ এর ম্যাচের সূচি প্রকাশ করেছে। এই বছর BPL T20 শুরু হবে ২১ শে জানুয়ারী ২০২২ থেকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম ফরচুন বরিশাল। BPL T20 গ্র্যান্ড ফাইনাল ১৮ ফেব্রুয়ারি ২০২২ এ অনুষ্ঠিত হবে। এই বছর ৮ টি দল বাংলাদেশ প্রিমিয়ার লিগে যোগ দেবে।
BPL ২০২২-এ BPL T20-এ রাজশাহী ও রংপুর দল অংশগ্রহণ করবে না। আপনি জানেন বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০২২ ছয়টি দলের মধ্যে খেলা হবে। প্রতিদিন দুটি করে ম্যাচ খেলবেন তিনি। প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৭টায়।

দেখে নিন এক নজরে এবারের আসরে ২০২২ সালের প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল ২০২২ এর পূর্ণাঙ্গ সময়সূচী।
আমাদের দেশে ঘরোয়া ক্রিকেটের সবচাইতে জনপ্রিয় আসর হচ্ছে বিপিএল। বিপিএল গত বছর এবং তার আগের বছর কভিড থাকার কারণে অনেকটাই জমে ওঠে নাই। তবে এবারের আসর মাতাতে বিভিন্ন রকম গ্রহণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আমাদের দেশের সবচাইতে জনপ্রিয় খেলা এখন ক্রিকেট বলা যায় আর এই ক্রিকেটের মধ্যে বিপিএল হচ্ছে আমাদের বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অন্যতম একটি খেলা যার অপেক্ষায় আমরা এক বৎসর যাবত অপেক্ষা করে থাকি এবং সেই খেলাটি বিভিন্ন বিভাগীয় অঞ্চলগুলোতেও অনুষ্ঠিত হয়।
সে কারণে আমাদের মধ্যে অনেকেই গুগলে আমরা সার্চ করে থাকি বিপিএল খেলার সময় সূচি ব্যাপারে তো অনেক পত্রিকা বা অনেক নিউজ এই এই খেলার সময়সূচী কি ভুল প্রকাশিত থাকে আমরা একদম যাচাই-বাছাই করে পরীক্ষিত ভাবে ক্রিকেট বোর্ড থেকে নিয়ে আপনাদেরকে এই বিপিএল ২০২২সালের সময়সূচী জানানোর চেষ্টা করেছি।
তো চলুন জেনে নিই এবারের আসরে বিপিএলে কোন দলের সঙ্গে কোন দল কোথায় কবে কোন সময়ে কারা খেলছে তার একটি সময়সূচী
বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি-এবারের আশরে বিপিএল ২০২২ দলসমুহ দেখে নিন
-
Dhaka Stars
-
Khulna Tigers
-
Chittagong Challengers
-
Fortune Barisal
-
Comilla Victorians
-
Sylhet Sunrisers
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল 2022 খেলার পূর্ণাঙ্গ সূচি
বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি- এবারের আশরে বিপিএল ২০২২ ভেন্যু যেনে নিন
প্রতিটি দল দুটি করে ম্যাচ খেলবে। সব ম্যাচ দুটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল বলেছিল অন্তত তিনটি ভেন্যু থাকবে। তবে নিরাপত্তার কারণে পূর্ণাঙ্গ টুর্নামেন্ট তিনটি মাঠে খেলার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)।
পর্যায়ক্রমে ৩টি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিপিএল ৮।
-
Sher-e-Bangla National Cricket Stadium, Mirpur, Dhaka
-
Zahur Ahmed Stadium, Chittagong
-
Sylhet National Stadium
বিপিএল টি–২০ সময়সূচী ২০২২
শুরুর তারিখ: ২০ জানুয়ারী ২০২২
শেষ তারিখ: ২০ ফেব্রুয়ারি ২০২২
হোস্ট কান্ট্রি: বাংলাদেশ
খেলা লাইভ দেখাবে–জি–টিভি
বিপিএল শেষ টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ম্যাচ। বিপিএলের দলে অনেক বিদেশি আছে। বিপিএলের দলে অনেক বিদেশি আছে। আসন্ন বিপিএল টি-টোয়েন্টির জন্য অপেক্ষা করছেন শান্তি ভক্তরা। তাই বিপিএল টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের সূচি বিসিবির পাশেই রয়েছে।
বিপিএল খেলার পূর্ণাঙ্গ সূচি
তারিখ | ম্যাচ | ভেন্যু | সময় |
২১ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১:৩০ |
২১ জানুয়ারি থেকে | খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৬:৩০ |
২২ জানুয়ারি থেকে | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
২২ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
২৪ জানুয়ারি থেকে | ফরচুন বরিশাল-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
২৪ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
২৫ জানুয়ারি থেকে | মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
২৫ জানুয়ারি থেকে | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
২৮ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় দুপুর ১:৩০ |
২৮ জানুয়ারি থেকে | মিনিস্টার গ্রুপ ঢাকা-সিলেট সানরাইজার্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় সন্ধ্যা ৬:৩০ |
২৯ জানুয়ারি থেকে | ফরচুন বরিশাল-খুলনা টাইগার্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় দুপুর ১২:৩০ |
২৯ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
৩১ জানুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় দুপুর ১২:৩০ |
৩১ জানুয়ারি থেকে | খুলনা টাইগার্স-ফরচুন বরিশাল দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
১ ফেব্রুয়ারি থেকে | মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় দুপুর ১২:৩০ |
১ ফেব্রুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-ফরচুন বরিশাল দল খেলবে | চট্রগ্রাম Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
৩ ফেব্রুয়ারি থেকে | খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
৩ ফেব্রুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
৪ ফেব্রুয়ারি থেকে | ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১:৩০ |
৪ ফেব্রুয়ারি থেকে | মিনিস্টার গ্রুপ ঢাকা-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৬:৩০ |
৭ ফেব্রুয়ারি থেকে | ফরচুন বরিশাল-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | সিলেট Stadium | সময় দুপুর ১২:৩০ |
৭ ফেব্রুয়ারি থেকে | খুলনা টাইগার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | সিলেট Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
৮ ফেব্রুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে | সিলেট Stadium | সময় দুপুর ১২:৩০ |
৮ ফেব্রুয়ারি থেকে | ফরচুন বরিশাল-সিলেট সানরাইজার্স দল খেলবে | সিলেট Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
৯ ফেব্রুয়ারি থেকে | খুলনা টাইগার্স-মিনিস্টার গ্রুপ ঢাকা দল খেলবে | সিলেট Stadium | সময় দুপুর ১২:৩০ |
৯ ফেব্রুয়ারি থেকে | কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | সিলেট Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
১১ ফেব্রুয়ারি থেকে | খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১:৩০ |
১১ ফেব্রুয়ারি থেকে | মিনিস্টার গ্রুপ ঢাকা-ফরচুন বরিশাল দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৬:৩০ |
১২ ফেব্রুয়ারি থেকে | চট্রগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট সানরাইজার্স দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
১২ ফেব্রুয়ারি থেকে | খুলনা টাইগার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
১৪ ফেব্রুয়ারি থেকে | তৃতীয় দল-চতুর্থ দল(এলিমিনেটর) দল খেলবে | ঢাকা Stadium | সময় দুপুর ১২:৩০ |
১৪ ফেব্রুয়ারি থেকে | প্রথম দল-দ্বিতীয় দল (কোয়ালিফায়ার ১) দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
১৬ ফেব্রুয়ারি থেকে | কোয়ালিফায়ার ১ পরাজিত-এলিমিনেটর জয়ী (কোয়ালিফায়ার ২) দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |
১৮ ফেব্রুয়ারি থেকে | কোয়ালিফায়ার ১-কোয়ালিফায়ার ২ (ফাইনাল) দল খেলবে | ঢাকা Stadium | সময় সন্ধ্যা ৫:৩০ |

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম
wow! ami khujhchilam eta… and apnader site e pelam.. helpful!
ক্রিকেট প্রেমী হিসাবে পোস্ট টি আমার জন্য গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।
Very good content ☺️
ক্রিকেট প্রেমী হিসাবে পোস্ট টি আমার জন্য প্রয়োজনীয়। ধন্যবাদ।
Khub Valo laglo
ভাই ধন্যবাদ পুরো খেলার সুচিটা সুন্দর ভাবে দেওয়ার জন্য
ক্রিকেট আমাদের দেশে জনপ্রিয় খেলা। এত সুন্দর করে ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ
Thanks for information
অনেক ধন্যবাদ খেলার সময় গুলু দেওয়ার জন্য।
this is wonderful game
Ami dhaka suport kori dhaka my favorite dol
Really Nice article.
Wow… Kajer jinish pelam! Thanks author!
this is very wonderful times of bpl 2022
আমার প্রিয় দল ঢাকা?❤️
Onek shuvo kamona roilo sokol bpl cricketer Der jonno.
আমি বরিশাল সাপোর্ট করি । খেলার সময় গুলো পেয়ে আমি খুবই সন্তুষ্ট ।
সময় সুচি দেওয়ার জন্য অসংখ্যা ধন্যবাদ. অামি এটা খুজছিলাম
ধন্যবাদ খেলার সময় গুলু দেওয়ার জন্য
সময়সূচি দেওয়ার জন্য ধন্যবাদ,
Ai time table deoar jonno onek onek dhonyobad ilove this
Really amazing post
Onek valo ekta kaj korchen ei post ta diye?
সুন্দর একটা ব্লগ তৈরি করার জন্য অনেক ধন্যবাদ
Very help full akti post khubi valo.laglo.onak kisu janta parla.Thank you admin for this post.
Very useful and helpful post for any sports lover man
সুচিটা পেয়ে অনেক উপক্রিত হলাম।ধন্যবাদ, আই টি বাড়ি
ধন্যবাদ ভাই এত সুন্দর করে পুরো খেলার সময় সুচি দেওয়ার জন্য
ধন্যবাদ, আমি অনেক জায়গায় খুঁজেছিলাম কিন্তু পাইনি। আপনাদের ওয়েবসাইটে পেয়ে ভালো লাগলো।
বিপি এল এর নির্ভূল সূচী দেয়ার জন্য ধন্যবাদ। খেলার সূচী থাকলে প্রিয় দলের খেলা কখনোই মিস হবেনা। আর যেহেতু সময় সহ বিস্তারিত দিয়েছেন,,, তাই খুব বেশি উপকৃত হবো।
ভাই আমি রাজশাহীর সাপোর্ট করি। অনেক আগে থেকে খুব ভালো তাদের জন্য সবসময়ই আমার দোয়া রইবে। ধন্যবাদ।
ধন্যবাদ ভাই এত সুন্দর করে পুরো খেলার সময় সুচি দেওয়ার জন্য
ধন্যবাদ সময় সূচী দেওয়ার জন্য
ভাই ধন্যবাদ পুরো খেলার সুচিটা সুন্দর ভাবে দেওয়ার জন্য
Very sureful and helpful post
Ami time gulai khujchilam onkdin dhore thank you
ধন্যবাদ এত সুন্দর করে পুরো খেলার সময়সূচী দেওয়ার জন্য নয় আসলে উপকৃত হলাম
ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পোস্ট দেওয়ার জন্য
aberer BPL a barisal khelbe dekhe khub vlo laglo..