বিকাশ থেকে রিচার্জ করলেই ক্যাশব্যাক ২০০ টাকা-বিকাশ বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং একটি প্রতিষ্ঠান। বিকাশ প্রতিনিয়ত গ্রাহকের কথা চিন্তা করে বিভিন্ন রকম অফার দিয়ে থাকে। আজকে যে অফারটি নিয়ে কথা বলবো তা হচ্ছে বিকাশের মাধ্যমে আপনি মোবাইল রিচার্জ করলে কিভাবে ক্যাশব্যাক পাবেন সে বিষয়ে বিস্তারিত।
এই অফারটি শুধুমাত্র গ্রামীণফোন সিম ইউজাররাই শুধু উপভোগ করতে পারবে।
এই অফারটি চলবে 17 জুন থেকে ২২ জুন পর্যন্ত।
- মাই অফার ছাড়া অফারগুলি প্রিপেইড এবং পোস্টপেইড জিপি এবং স্কিটো গ্রাহকের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
- গ্রাহকেরা বিকাশ অ্যাপ থেকে বা *২৪৭# ডায়াল করে নির্দিষ্ট প্যাক রিচার্জ করলেই ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাবেন।
- ক্যাম্পেইন চলাকালীন অফারটি যতবার খুশি ততবার উপভোগ করা যাবে।
- ক্যাম্পেইন চলাকালীন বিকাশ থেকে যেকোনো জিপি এবং স্কিটো নাম্বার-এ নির্দিষ্ট প্যাক রিচার্জ এবং এর জন্য বিকাশ গ্রাহকের প্রাপ্য ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফারগুলো বিস্তারিত এখানে
দেখুন।
আশা করছি উপরের এই নিয়ম এবং শর্তগুলি অনুসরণ করে আপনি যদি জিপি গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই নিয়মগুলো অবলম্বন করলে আপনি নির্দিষ্ট প্যাকেট জন্য আপনি 200 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে থাকবেন।
বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম
আশা করছি আপনি যদি জিপি গ্রাহক এবং বিকাশ গ্রাহক হয়ে থাকেন তাহলে পোস্টটি আপনার অবশ্যই উপকারে আসবে।
হেল্প লাইন
- অজানা যেকোনো কারণে অফার পেতে বিলম্ব হতে পারে। সেক্ষেত্রে, গ্রাহক 16247-এ ডায়াল করে অথবা বিকাশ সেন্টার, বিকাশ কেয়ার, ফেসবুক ফ্যান পেইজ, ওয়েব চ্যাট (লাইভ চ্যাট সার্ভিস)-এর পাশাপাশি [email protected] -এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগ করে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
আরও পড়ুন-
বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা
বিকাশ অ্যাপ এ আসলেই 150 টাকা পর্যন্ত বোনাস।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
পরবর্তী এই ধরনের বিকাশ অফার সম্পর্কিত তথ্য জানতে আমাদের ওয়েবসাইট টি সাবস্ক্রাইব করে রাখুন
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
”তথ্য ও প্রযুক্তি বিষয়ক লেখালিখি করি। এর আগে বিভিন্ন পোর্টালের সাথে যুক্ত থাকলেও, SS IT BARI-আমার হাতেখড়ি। তথ্য ও প্রযুক্তি বিষয়ক বিশ্লেষণ বাংলায় জানতে ভিজিট করুন http://ssitbari.com