বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম (লোন নিন ২০০০০টাকা)

বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম-কমবেশি আমরা সকলেই জানি, সম্প্রতি বিকাশ ডিজিটাল মোবাইল লেনদেন সেবাতে “লোন “নেওয়ার সিস্টেম চালু করেছে।বিকাশ বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেন সেবা প্রতিষ্ঠান।

বিকাশ প্রতিনিয়ত গ্রাহক সংখ্যা বাড়ানোর জন্য, বিভিন্ন রকম নতুন নতুন ফিচার যুক্ত করছে এবং বিভিন্ন রকম অফার গ্রাহকদের জন্য চালু করে আসছে।তার সুবাদে গত মাসে বিকাশ তাদের সিস্টেমে বা মোবাইল অ্যাপসে ডিজিটাল লোন সিস্টেম চালু করেছে।

বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

তবে এটিই প্রাথমিকভাবে চালু হয়েছে, কারা এই লোন পাবে? কিভাবে পাবে? কিসের আওতাতে পাবে? সে বিষয়ে বিস্তারিত নিচের পোস্টগুলি থেকে দেখে নিতে পারেন।

বিকাশ থেকে লোন নেওয়ার পূর্বে বিকাশ এবং সিটি ব্যাংক সম্পর্কে জেনে নিন

বিকাশ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার উপায়?

তবে আজকে আমি আপনাদেরকে জানাবো, আপনি বিকাশের সকল শর্ত পূরণ করার পর, কিভাবে মোবাইল অ্যাপসের মাধ্যমে বিকাশের কাছে “লোন” আবেদন করবেন? সে বিষয়ে step-by-step ছবিসহ বিস্তারিত যানাবো, চলুন তাহলে দেখে নেওয়া যাক –

?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??

প্রথমে আপনি বিকাশে লোন নিতে হলে, আপনাকে স্মার্টফোনে বিকাশ মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিতে হবে।

বিকাশ মোবাইল অ্যাপস ডাউনলোড করতে, প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন এবং গুগল প্লে স্টোর থেকে, বিকাশ লিখে বিকাশের অফিশিয়াল মোবাইল অ্যাপস টি ডাউনলোড করে নিন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

এরপরে বিকাশ মোবাইল অ্যাপসটিতে আপনার একাউন্ট এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করুন।

আপনার অ্যাপসটি লগইন করা হয়ে গেলে, হোমপেজে আরো” বলে একটি  অপশন রয়েছে, সেখানে ক্লিক করুন তাহলেই একটিলোন” অপশন বাটন আইকন দেখতে পাবেন।  নিচের ছবির মতোবিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

এরপরে আপনার বিকাশ একাউন্টটি যদি লোন নীতিমালার মধ্যে পড়ে অর্থাৎ তারা যদি আপনার একাউন্টের এগেনস্টে তাদের নীতিমালা চেক করে দেখে যে আপনার একাউন্টির লোন নেওয়ার জন্য প্রস্তুতি। তাহলে আপনার সামনে তিনটি অপশন অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি লোনের জন্য হালনাগাদ করার জন্য তারা তিনটি অপশন পূরণ বা নীতিমালা পূরণ করতে বলবে।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

বলে রাখা ভালো যে, আপনার বিকাশ একাউন্টটি যদি লোন নীতিমালার আওতায় না আসে, তাহলে আপনার এই একাউন্ট হালনাগাদের তিনটি অপশন দেখাবে না। আপনাকে দেখাবে এই মুহূর্তে আমাদের আর্থিক লেনদেন নীতিমালার আওতায় আপনার একাউন্টটি নাই, তাই আপনি যদি আর্থিক লেনদেনের আওতায় পড়েন তাহলে আপনাকে লোন প্রদান করা হবে।বিকাশের লোন নেওয়া আর্থিক লেনদেন নীতিমালার মধ্যে আপনার অ্যাকাউন্টটি পড়তে আপনি প্রতিনিয়ত বিকাশে লেনদেন করুন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

বিকাশ লোনের আবেদন করার জন্য তথ্য হালনাগাদ করার নিয়ম

আপনার বিকাশের আর্থিক লেনদেনের সবকিছু যদি ঠিক থাকে, তাহলে আপনার সামনে নিচের দেওয়া এই ধরনের একটি উইন্ডো আসবে, যেখানে লিখা থাকবে -তথ্য হালনাগাদ যাচাই করুন। আপনার ভোটার আইডি কার্ড দিয়ে তথ্য হালনাগাদ যাচাই করতে বলা হবে।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

এরপরে আপনার সামনে একটি উইন্ডো আসবে সেখানে লিখা থাকবে, তিনটি সহজ নিয়মে আপনার তথ্য হালনাগাদ করুন নিচের ছবি সঙ্গে মিলিয়ে নিন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

আপনার ১.ভোটার আইডি কার্ডের ছবি তুলুন ২.প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং ৩.আপনার একটি ছবি তুলুন। এই তিনটি শর্ত পূরণ করতে হবে হালনাগাদ এর জন্য।

এরপরে পরবর্তীতে বাটনে ক্লিক করুন, পরবর্তী বাটনে ক্লিক করলে বিকাশের শর্ত বলে একটি বক্স আসবে।বিকাশের দেওয়ায় শর্তাবলী গুলো আপনি চাইলে পরে নিতে পারেন অথবা পরবর্তী অপশনে ক্লিক করুন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

  • এরপরে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজের ছবি তুলুন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম
  • এনআইডি কার্ডের ফ্রন্ট সাইজের ছবি উঠানো হয়ে গেলে পরবর্তী বাটনে ক্লিক করুন এরপরে আপনি এনআইডি কার্ডের ব্যাক সাইট এর ছবি পুনরায় উঠান।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম
  • পরবর্তী বাটনে ক্লিক করলে আপনার এনআইডি কার্ড দেওয়া সকল তথ্য সেখানে দেখাবে, সেখানে আপনার ঠিকানা চেক করে পরবর্তী অপশনে ক্লিক করুন।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম
  • এখন আপনি যে অবস্থায় রয়েছেন সে অবস্থায় আপনার ফেস এর একটি ছবি উঠান তাহলে আপনার কাজ শেষ আপনার আবেদনটি সরাসরি বিকাশ অফিসে পৌঁছে যাবে।বিকাশ অ্যাপ থেকে লোন আবেদন করার নিয়ম

এরপরে সঙ্গে সঙ্গে আপনার বিকাশ একাউন্টের যে মোবাইল ফোন নাম্বারটি আছে সেই নাম্বারে একটি এসএমএস চলে আসবে এবং এসএমএসে লিখা থাকবে 48 ঘণ্টার মধ্যে তারা আপনার হালনাগাদের সবকিছু চেক করে আপনাকে ফিডব্যাক দিবে।

এই ৪৮ ঘণ্টার পর আপনি জানতে পারবেন, আপনি আপনার বিকাশ একাউন্ট থেকে কত টাকা লোন নিতে পারবেন এবং কত দিনের মধ্যে তা পরিশোধ করতে হবে এবং এই লোনের পরিমাণ এর উপরে কত টাকা ইন্টারেস্ট বিকাশ কোম্পানিকে দিতে হবে।

বিকাশ অফার 999 টাকা অ্যাড মানি তে 21 টাকা ক্যাশব্যাক

আমি যেহেতু এই আর্থিক লেনদেন বিকাশ লোন এর আওতায় আমার একাউন্টটি করেছে তাই আপনাদেরকে step-by-step কিভাবে আমি আবেদন করেছি তা দেখানোর চেষ্টা করেছি ,আশা করছি আপনাদের উপকারে আসবে।

এছাড়াও বিকাশ লোন সম্পর্কিত যেকোন ধরনের প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনি সরাসরি বিকাশ হেল্প লাইনে কথা বলে নিতে পারেন।

বিকাশ থেকে ৫০০ টাকা বোনাস পাওয়ার সহজ নিয়ম।এখুনি আপনিও বোনাস নিন

লাইভ চ্যাট

বিকাশ কাস্টমার সাপোর্টে- যোগাযোগ করুন

বিকাশ অ্যাপ থেকেই সিটি ব্যাংক-এর লোন নিন মুহূর্তেই!

আরও পড়ুন-

?বিকাশ একাউন্ট বন্ধ করার নিয়ম

?বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

?বিকাশ অ্যাপ এ আসলেই 150 টাকা পর্যন্ত বোনাস।

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৫০৬ other subscribers

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *