বিকাশ অফার 999 টাকা অ্যাড মানি তে 21 টাকা ক্যাশব্যাক

বিকাশ অফার-বিকাশ তাদের গ্রাহক সংখ্যা  বাড়ানোর জন্য ফেব্রুয়ারি মাসে অনেকগুলি অফার যুক্ত করেছে এর মধ্যে 999 টাকায় 21 টাকা ক্যাশব্যাক এর এই অফারটি রয়েছে।নগদ 21 টাকা বিকাশ থেকে ক্যাশব্যাক নিচে নিচের নিয়ম নীতি গুলো দেখুন

আপনারা জানেন বিকাশ বাংলাদেশের যতগুলি মোবাইল ব্যাংকিং ডিজিটাল লেনদেন সেবা প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান।

বিকাশ থেকে ৫০০ টাকা বোনাস পাওয়ার সহজ নিয়ম।এখুনি আপনিও বোনাস নিন

বিকাশ প্রতিনিয়ত তাদের গ্রাহক এর কথা চিন্তা করে বিভিন্ন রকম অফার এবং সুযোগ-সুবিধা দিয়ে থাকেন।

কার্ড  টু  বিকাশে 21 টাকা ক্যাশব্যাক

এই অফারটি উপভোগ করতে পারবে বিকাশের সকল গ্রাহকগণ কারো জন্য ধরাবাঁধা কোনো নিয়ম নেই।

এই অফারটি পাবে এটিএম/ ডেবিট/ ক্রেডিট, কার্ডের মাধ্যমে তার নিজের একাউন্টে অ্যাড মানি করলেই এই অফারটি পেয়ে যাবেন।

?? গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন ??

এই অফারটি বিকাশ গ্রাহকেরা আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত উপভোগ করতে পারবে। এজন্য আপনি যদি এই অফারটি বা 21 টাকা ক্যাশব্যাক বোনাস এখনো না নিয়ে থাকেন, তাহলে এখনি আপনি অ্যাড মানি করে 21 টাকা ক্যাশব্যাক নিয়ে নিন।

বিকাশ অ্যাপ থেকে অ্যাড মানি করার নিয়ম

প্রথমে আপনি আপনার বিকাশ মোবাইল অ্যাপস টি ওপেন করুন।

এরপরে আপনার অ্যাপসে থাকা হোমস্ক্রিনে অ্যাড ম্যানি অপশনটি সিলেক্ট করুন।বিকাশ অফার 999 টাকা অ্যাড মানি তে 21 টাকা ক্যাশব্যাক

আপনার সামনে কার্ড টু বিকাশ একটি অপশন আসবে সেখান থেকে” কার্ড টু বিকাশ” অপশন সিলেক্ট করুন।বিকাশ অফার 999 টাকা অ্যাড মানি তে 21 টাকা ক্যাশব্যাক

এরপরে আপনার সামনে ভিসা এবং মাস্টারকার্ড বলে দুটি অপশন আসবে সেখান থেকে ভিসা কার্ড সিলেক্ট করুন।

এর পরে আপনি আপনার ভিসা কার্ডের সকল ইনফরমেশন দিয়ে দিন এবং পে  now-এ ক্লিক করুন তাহলে আপনার অ্যাড মানি হয়ে যাবে।

কার্ড টু  অ্যাড মানি করা হয়ে গেলে, আপনার বিকাশ একাউন্ট চেক দিন। তাহলে আপনি 999 টাকা আপনার ব্যালেন্স যোগ হয়ে যাবে এবং এক কার্যদিবসের মধ্যে 21 টাকা বোনাস আপনার একাউন্টে যোগ হয়ে যাবে।

বিকাশ পিন লক খোলার উপায়

এছাড়াও যদি আপনার এই অফারটি উপভোগ করতে কোন ধরনের কোন সমস্যা হয় অথবা আপনার ক্যাশব্যাক এর টাকা পেতে কোন সমস্যা হয় তাহলে আপনি বিকাশ হেল্পলাইন সেন্টার এ কথা বলে আপনার সমস্যাটির সমাধান করে নিতে পারবেন।

বিকাশ হেল্পলাইন নাম্বার 16247

বিকাশ এবং বাংলাদেশের সকল মোবাইল ব্যাংকিং সম্পর্কিত যে কোন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন।

?বিকাশ থেকে জামানত ছাড়া লোন নেওয়ার উপায়?

?বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

?বিকাশ থেকে 250 টাকায় ইনস্ট্যান্ট বোনাস

?বিকাশ অ্যাপ এ আসলেই 150 টাকা পর্যন্ত বোনাস।

?বিকাশ একাউন্ট কার আইডি দিয়ে খোলা

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৪৭৫ other subscribers

pp

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *