SS IT BARI – ভালোবাসার টেক ব্লকে “পোস্ট লিখার” নিয়ম ও নীতিমালা

আমাদের SS IT BARI-ভালোবাসার টেক ব্লকে পোস্ট করতে হলে কিছু নিয়ম-নীতি আপনার লেখার ভিতর মানতে হবে। আপনি যদি আমাদের নিচে দেওয়া এই নীতিমালা অনুসারে পোস্ট লিখেন, তাহলে আমরা আপনার পোস্টটি চেক করে আপনার পোস্টটি আমাদের সাইটে পাবলিস্ট করে দিব।

তাই আমাদের সাইটে লেখা পাবলিস্ট করার পূর্বে আমাদের এই নিয়ম-নীতিগুলো একবার মনোযোগ সহকারে দেখে নিন।

যে বিষয়ে আমাদের সাইটে আর্টিকেল লিখতে পারবেন

আমাদের সাইটে আপনার আর্টিকেলটি লেখার পূর্বে, আমাদের সাইট থেকে “বিভাগসমূহ” অথবা ক্যাটাগরি থেকে কি কি ধরনের ক্যাটাগরি আমরা পোস্ট করে থাকি, সেটি আগে সুন্দর ভাবে দেখে নিন।

এছাড়াও আমি নিচে আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো আলোচনা করলাম।

“অটোকার “বিষয়ে মানে আপনি যেকোন ধরনের “মটরসাইকেল” প্রাইভেটকার “থেকে শুরু করে রিভিউ রিলেটিভ পোস্ট আপনি পাবলিস্ট করতে পারবেন এই ক্যাটাগরিতে।

এছাড়াও আমাদের রয়েছে “ইসলামিক” ক্যাটাগরি, “উপার্জন “করার ক্যাটাগরি, “টেক আপডেট” ক্যাটাগরি, “টেকনোলজি” বিষয়ক ক্যাটাগরি, নিউজ ডেক্স” ক্যাটাগরি, “বিডি টেলিকম” ক্যাটাগরি,” ব্লগ” রিলেটিভ ক্যাটাগরি, “হেলথ টিপস” ক্যাটাগরি সহ আরো অনেক ক্যাটাগরি।

এই ক্যাটাগরির ভিতরে যদি আপনার পোস্টটি না আসে, তাহলে পাবলিস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম।

তবে আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে, আপনার পছন্দের ক্যাটাগরির নিয়েও লেখালিখি করতে পারেন। সে জন্য প্রথমে আমাদের সাপোর্ট টিমে অথবা আমাদের কন্টাক্ট নাম্বার এ যোগাযোগ করে, আপনার ক্যাটাগরি টি ওয়েবসাইটে আমরা আপডেট করে দেয়ার পর আপনি সেই ক্যাটাগরি নিয়ে লেখালেখি করতে পারবেন।

আমাদের সাপোর্ট মেইল- [email protected]

আপনার যদি আমাদের সাইটে লেখালেখি করার ইচ্ছে থাকে, আর আপনি সঠিক নিয়মে পোস্ট করতে বা লিখতে না পারেন, সে ক্ষেত্রে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের এসইও স্পেশালিস্ট টিম, আপনাকে শিখিয়ে দিবে কিভাবে আপনি একটি সম্পূর্ণ এসইও রিলেটিভ আর্টিকেল লিখবেন।(শর্ত প্রযোজ্য)

 

যে কারণগুলির কারণে আপনার লিখাটি প্রকাশ হবে নাঃ-

 • আমাদের সাইটে আপনার পোস্টটি পাবলিস্ট করতে চাইলে, অবশ্যই আপনার লিখাটি ১০০% ইউনিক হতে হবে।
 • কোন ধরনের কোনো লেখা আপনি কপি করে পেস্ট করে এই ওয়েবসাইটে প্রকাশ করতে পারবেন না।
 • বা আপনি গুগল ট্রান্সলেট বা বিভিন্ন রকম ট্রান্সলেটরের মাধ্যমে অন্যের লেখা আপনি ট্রান্সলেট করে ও এখানে পোস্ট করতে পারবেন না।
 • তাই অবশ্যই আপনি আমাদের সাইটে আপনার লেখাটি প্রকাশ করতে হলে নিজের লেখা প্রকাশ করুন।
 • আপনার পোষ্টের লেখাগুলি অবশ্যই 500 শব্দের বা 500 ওয়ার্ডের বেশি হতে হবে।
 • একটি ইউনিক ফিচার ইমেজ যুক্ত করতে হবে এবং পোস্টের ভিতরে একটি বা দু’টি ইউনিট পিকচার যুক্ত করতে হবে।
 • আমাদের সাইটে পোস্ট অবশ্যই বাংলায় লিখতে হবে।
 • আমাদের সাইটে পোস্ট লিখার সময় একটি মাত্র এক্সটার্নাল লিংক যুক্ত করতে পারবেন।
 • পোস্টের ভিতরে আমাদের সাইটে থাকা পোস্ট থেকে ইন্টারনাল লিংক গুলি যুক্ত করতে হবে।
 • উস্কানিমূলক অথবা পাঠককে ফোর্স করা মূলকভাবে কোন লিংক প্রদান করবেন না বা কোন পোষ্ট লিখবেন না।

তবে এ সকল উপরের বিষয় গুলি আমরা আমাদের ইন্টারনাল সফটওয়ারের মাধ্যমে চেক করে, যদি আপনার সব কিছু পোস্টে ঠিক থাকে। তাহলেই শুধুমাত্র আপনার পোস্টটি আমাদের সাইটে পাবলিশ হবে। তাই কেউ আমাদের নীতিমালার বাহিরে কিছু করতে যাবেন না।

সতর্কতাঃ-আপনার পোষ্টটি পাবলিস্ট হওয়ার পরেও যদি, কোন সময় দেখা যায় বা ধরা পড়ে যে, আপনার এই পোস্টটি কপিরাইট করা অথবা কোনো নিয়মনীতি লংঘন করেছে। তাহলে আপনার পোস্টটি আনপাবলিশ করা হবে এবং আপনার অ্যাকাউন্টটি সাসপেন্ড করা।

নোট- আমাদের সাইট সম্পর্কিত সকল নীতিমালা এবং সাইটের নিয়ম-কানুন এবং আপডেট সম্পর্কে জানতে আমাদের ক্যাটাগরিতে থাকা “সাইটের নোটিশ “বলে এই ক্যাটাগরি থেকে সবকিছু দেখে নিতে পারবেন।

বিশেষ দ্রষ্টব্যঃ পোস্ট লিখার এই নীতিমালাগুলো সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।

আরো পড়ুন-

SS IT BARI- ভালোবাসার টেক ব্লকে একাউন্ট খোলার নিয়ম

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৪৯২ other subscribers

 

এছাড়াও আমাদের প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন।

SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন

SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এই পেজ ভিজিট করুন
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন এই লিংকে

বাংলাদেশের সবচাইতে বড় উদীয়মান প্রশ্ন এবং উত্তরের বাংলা ওয়েবসাইট এবং ইনকাম করার ডিজিটাল প্ল্যাটফর্ম US IT BARI। আপনি এই ডিজিটাল প্ল্যাটফর্ম বাংলা ওয়েবসাইটের মাধ্যমে প্রশ্ন এবং উত্তর করে জ্ঞান অর্জনের পাশাপাশি প্রতিমাসে ঘরে বসে ভালো মানের ইনকাম করতে পারবেন। তাই এখুনি আপনি আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলুন এবং জ্ঞান চর্চার পাশাপাশি ইনকাম করুন।এ্যাকাউন্ট করতে এবং আরও বিস্তারিত জানতে ভিজিট করুন- www.usitbari.com 

SANAUL BARI

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মো:সানাউল বারী।পেশায় আমি একজন চাকুরীজীবী এবং এই ওয়েবসাইটের এডমিন। চাকুরীর পাশাপাশি গত ১৪ বছর থেকে এখন পর্যন্ত নিজের ওয়েবসাইটে লেখালেখি করছি এবং নিজের ইউটিউব এবং ফেসবুকে কনটেন্ট তৈরি করি।
বিশেষ দ্রষ্টব্য -লেখার মধ্যে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ।

২৭ comments

 1. Tonmoy Paul Reply

  I was trying to write some tech related bloggs on my website but the reach of tech related bloggs was very low.So, I was trying to find some information about writing tech bloggs.Thank you vai for sharing such a amazing tutorial.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *