টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022-বর্তমান বাংলাদেশে ক্রিকেটকে ভক্তদের ক্রিকেট নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। কোন ক্রিকেটার খেলবে দলে টি-টোয়েন্টি বিশ্বকাপ, কোন ক্রিকেটার খেলবেনা এসব নিয়ে অনেক আলোচনা সমালোচনা। সব আলোচনা-সমালোচনা কে অপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড 2022 সালের বিশ্বকাপ টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে।
মোবাইল দিয়ে টাকা আয় পেমেন্ট নগদ এবং বিকাশে
আজকের এই পোস্টে আমি আপনাদের কে সম্পূর্ণভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 ঘিরে যত জল্পনা-কল্পনা এবং জানার সকল বিষয় রয়েছে সবকিছুই আপনাদেরকে জানিয়ে দেব।
এছাড়াও আপনারা জানতে পারবেন টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 এ বাংলাদেশ কে কে খেলছেন তাদের নাম ছবিসহ বিস্তারিত।
টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022:বাংলাদেশের দল
T20 বিশ্বকাপ 2022: বাংলাদেশ দল ঘোষণা, মাহমুদুল্লাহ রিয়াদ বাদ, জায়গা পেলেন নাজমুল হোসেন শান্ত।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
১৫ সদস্যের মূল দলে জায়গা করে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আউট হয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ।অধিনায়ক থাকবেন সাকিব আল হাসান।
আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দল
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- সাব্বির রহমান
- মেহেদী হাসান মিরাজ
- আফিফ হোসেন ধ্রুব
- মোসাদ্দেক হোসেন সৈকত
- লিটন কুমার দাশ
- ইয়াসির রাব্বি
- নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক)
- মুস্তাফিজুর রহমান
- মোহাম্মদ সাইফুদ্দিন
- তাসকিন আহমেদ
- ইবাদত হোসেন
- হাসান মাহমুদ
- নাসুম আহমেদ
- নাজমুল হোসেন শান্ত
আরও চারজন আছেন স্ট্যান্ড-বাই
- শরিফুল ইসলাম
- রিসাত হোসেন
- শেখ মাহাদী
- এবং সৌম্য সরকার
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ উপলক্ষ ও কেনাকাটা
যখন প্রথম টি-টোয়েন্টি এসেছিল, মনে আছে মোহাম্মদ আশরাফুল বলেছিলেন, এটা আমাদের খেলা। তিনি হয়তো ভেবেছিলেন যে তিনি টেস্ট করতে পারবেন না, তিনি কিছু ওয়ানডে খেলতে পারবেন, তবে তিনি যেটি করতে পারবেন তা হল টি-টোয়েন্টি। ১০ জন ব্যাটসম্যান। আমি দুই ওভার খেলব। হাত খুলে মার। বোলারদের চার ওভারের বেশি বল করা উচিত নয়। আমাদের আটকাতে পারে কে!
টি ২০ বিশ্বকাপের ২০২২ সময়সূচি
মোট ১২টি দল ২০২২সালের টি২০ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাছে। এর মধ্যে টি২০ ক্রিকেট র্যাংকিং অনুসারে সেরা ৮টি টিম অটোমেটিক কোয়ালিফাই করা দলগুলো সরাসরি গ্রুপ পর্বে খেলবে। বাকি চারটি টিম কোয়ালিফায়ার এর মাধ্যমে টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এ স্থান পেয়েছে।
টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ এ অংশগ্রহণকারী ১২টি দল হলোঃ
- আফগানিস্তান।
- অস্ট্রেলিয়া।
- বাংলাদেশ।
- ইংল্যান্ড।
- ভারত।
- নিউজিল্যান্ড।
- পাকিস্থান।
- দক্ষিণ আফ্রিকা।
- নামিবিয়া।
- স্কটল্যান্ড।
- শ্রীলংকা ।
- ওয়েস্ট ইন্ডিজ।
টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – রাউন্ড ১ কোয়ালিফায়ার
তারিখ | ম্যাচ টাইটেল | বাংলাদেশ সময় |
অক্টোবর ১৬ | শ্রীলংকা বনাম নামিবিয়া | সকাল ১০টা |
অক্টোবর ১৬ | ইউনাইটেড আরব আমিরাত বনাম নেদারল্যান্ডস | দুপুর ২টা |
অক্টোবর ১৭ | ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড | সকাল ১০টা |
অক্টোবর ১৭ | জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড | দুপুর ২টা |
অক্টোবর ১৮ | নামিবিয়া বনাম নেদারল্যান্ডস | সকাল ১০টা |
অক্টোবর ১৮ | শ্রীলংকা বনাম the ইউনাইটেড আরব আমিরাত | দুপুর ২টা |
অক্টোবর ১৯ | স্কটল্যান্ড বনাম আয়ারল্যান্ড | সকাল ১০টা |
অক্টোবর ১৯ | ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে | দুপুর ২টা |
অক্টোবর ২০ | শ্রীলংকা বনাম নেদারল্যান্ডস | সকাল ১০টা |
অক্টোবর ২০ | নামিবিয়া বনাম the ইউনাইটেড আরব আমিরাত | দুপুর ২টা |
অক্টোবর ২১ | ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড | সকাল ১০টা |
অক্টোবর ২১ | স্কটল্যান্ড বনাম জিম্বাবুয়ে | দুপুর ২টা |
টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – সুপার ১২- গ্রুপ ১ ফিক্সচার
তারিখ | ম্যাচ টাইটেল | বাংলাদেশ সময় |
অক্টোবর ২২ | অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড | দুপুর ১টা |
অক্টোবর ২২ | ইংল্যান্ড বনাম আফগানিস্তান | বিকাল ৫টা |
অক্টোবর ২৩ | A1 বনাম B2 | সকাল ১০টা |
অক্টোবর ২৫ | অস্ট্রেলিয়া বনাম A1 | বিকাল ৫টা |
অক্টোবর ২৬ | ইংল্যান্ড বনাম B2 | সকাল ১০টা |
অক্টোবর ২৬ | নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান | দুপুর ২টা |
অক্টোবর ২৮ | আফগানিস্তান বনাম B2 | সকাল ১০টা |
অক্টোবর ২৮ | ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া | দুপুর ২টা |
অক্টোবর ২৯ | নিউজিল্যান্ড বনাম A1 | দুপুর ২টা |
অক্টোবর ৩১ | অস্ট্রেলিয়া বনাম B2 | দুপুর ২টা |
নভেম্বর ১ | আফগানিস্তান বনাম A1 | সকাল ১০টা |
নভেম্বর ১ | ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড | দুপুর ২টা |
নভেম্বর ৪ | নিউজিল্যান্ড বনাম B2 | সকাল ১০টা |
নভেম্বর ৪ | অস্ট্রেলিয়া বনাম আফগানিস্তান | দুপুর ২টা |
নভেম্বর ৫ | ইংল্যান্ড বনাম A1 | দুপুর ২টা |
টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – সুপার ১২ঃ গ্রুপ ২ ফিক্সচার
তারিখ | ম্যাচ টাইটেল | বাংলাদেশ সময় |
অক্টোবর ২৩ | ভারত বনাম পাকিস্থান | দুপুর ২টা |
অক্টোবর ২৪ | বাংলাদেশ বনাম A2 | সকাল ১০টা |
অক্টোবর ২৪ | দক্ষিণ আফ্রিকা বনাম B1 | দুপুর ২টা |
অক্টোবর ২৭ | দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ | সকাল ৯টা |
অক্টোবর ২৭ | ভারত বনাম A2 | দুপুর ১টা |
অক্টোবর ২৭ | পাকিস্থান বনাম B1 | বিকাল ৫টা |
অক্টোবর ৩০ | বাংলাদেশ বনাম B1 | সকাল ৯টা |
অক্টোবর ৩০ | পাকিস্থান বনাম A2 | দুপুর ১টা |
অক্টোবর ৩০ | ভারত বনাম দক্ষিণ আফ্রিকা | বিকাল ৫টা |
নভেম্বর ২ | B1 বনাম A2 | সকাল ১০টা |
নভেম্বর ২ | ভারত বনাম বাংলাদেশ | দুপুর ২টা |
নভেম্বর ৩ | পাকিস্থান বনাম দক্ষিণ আফ্রিকা | দুপুর ২টা |
নভেম্বর ৬ | দক্ষিণ আফ্রিকা বনাম A2 | সকাল ৬টা |
নভেম্বর ৬ | পাকিস্থান বনাম বাংলাদেশ | সকাল ১০টা |
নভেম্বর ৬ | ভারত বনাম B1 | দুপুর ২টা |
টি২০ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ – নকআউট ও ফাইনাল
তারিখ | ম্যাচ টাইটেল | বাংলাদেশ সময় |
নভেম্বর ৯ | সেমিফাইনাল ১ | দুপুর ২টা |
নভেম্বর ১০ | সেমিফাইনাল ২ | দুপুর ২টা |
নভেম্বর ১৩ | ফাইনাল | দুপুর ২টা |
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ কোথায় হবে
আগামী শনিবার, ২২শে অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব। এই টুর্নামেন্টে যোগ দিতে সবগুলো দলই এখন অস্ট্রেলিয়ায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপ কতবার হয়েছে
2009 সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসা এই ফরমেশন টি এখন পর্যন্ত মোট সাতটি ফাইনাল সম্পন্ন করেছে অর্থাৎ আধুনিক ক্রিকেটের এই জনপ্রিয় আসরটি মোট সাতবার অনুষ্ঠিত হয়েছে।
দেখে নিন চ্যাম্পিয়ন দলের তালিকা
- ভারত
- ইংল্যান্ড
- ওয়েস্ট ইন্ডিজ
- পাকিস্তান
- শ্রীলঙ্কা
- ওয়েস্ট ইন্ডিজ
- অস্ট্রেলিয়া
টুয়েন্টি বিশ্বকাপ কোন কোন ভেন্যুতে অনুষ্ঠিত হবে
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড ইতোমধ্যে প্রকাশ করে ফেলেছে কোন কোন ভেন্যুতে টি -টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হবে ।তারা জানিয়ে দিয়েছে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে ভিন্ন ভিন্ন সাতটি স্টেডিয়ামে।সেই স্টেডিয়ামগুলো হলো
- কার্দিনিয়া পার্ক স্টেডিয়াম
- ওভাল
- সিডনি
- পার্থ
- মেলবোর্ন
- ব্রিজবন
- এডিলেড
টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফাইনালসহ সব ম্যাচের টিকিট কাটা যাবে।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন
প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভের ম্যাচগুলোতে অপ্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ ইউরো; যা বাংলাদেশি মুদ্রায় ৪৯০ টাকা। নির্দিষ্ট কিছু ম্যাচের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার টাকা।
আরও পড়ুন-
এন্ড্রয়েড নতুন ফোন কিনার পর যেসব বিষয় চেক করবেন?
সহজে এন্ড্রয়েড ফোন আপডেট করুন
স্মার্টফোনের ব্যাটারি লাইফ বাড়ানোর সহজ টিপস জেনে নিন
SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইল টি সাবস্ক্রাইব করে রাখুন।
সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!
”
প্রতিদিন আপডেট পেতে আমাদের নিচের দেয়া এই লিংক এ যুক্ত থাকুন
SS IT BARI- ফেসবুক গ্রুপে যোগ দিয়ে প্রযুক্তি বিষয়ক যেকোনো প্রশ্ন করুনঃ এখানে ক্লিক করুন।
SS IT BARI- ফেসবুক পেইজ লাইক করে সাথে থাকুনঃ এখানে ক্লিক করুন।।
SS IT BARI- ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে :এএখানে ক্লিক করুন এবং দারুণ সব ভিডিও দেখুন।
গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে :এখানে ক্লিক করুন তারপর ফলো করুন।
SS IT BARI-সাইটে বিজ্ঞাপন দিতে চাইলে যোগাযোগ করুন :এখানে ক্লিক করুন।।
SS IT BARI- টুইটার থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।।
SS IT BARI- লিংকদিন থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।।
SS IT BARI- ইনস্টাগ্রাম থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।।
SS IT BARI- টুম্বলার (Tumblr)থেকে আমাদের খবর সবার আগে পেতে :এখানে ক্লিক করুন।।
SS IT BARI- পিন্টারেস্ট (Pinterest)থেকে আমাদের খবর সবার আগে পেতে : এখানে ক্লিক করুন।।
কোন অভিজ্ঞতা ছাড়াই অনলাইন থেকে ইনকাম করতে চাইলে এই ফেসবুক পেজটি লাইক করে সাথেই থকুন : এখানে ক্লিক করুন।।

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম