ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ ২০২৩

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ একটি নবজাতক শিশুর পিতা-মাতার বিশেষ দায়িত্ব হল জন্মের সপ্তম দিবসে শ্রুতিমধুর ও সুন্দর অর্থসহ নাম রাখা। সারা বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশের মুসলমানদের মধ্যেও ইসলামী সংস্কৃতি সঙ্গে মিল রেখে শিশুর নাম নির্বাচন করার আগ্রহ পরিলক্ষিত হয়।

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম

হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে,”রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেয়ামতের দিন তোমাদেরকে ডাকা হবে তোমাদের নামে এবং তোমাদের পিতাদের নামে তাই তোমাদের নামগুলি সুন্দর রাখো।” (আবু দাউদ)

শিশুদের ইসলামিক নামকরণ

একটি শিশুর জন্মের পর তার নাম রাখা নিয়ে তার পরিবার পরিজন আত্মীয়-স্বজনদের মধ্যে একটা প্রতিযোগিতা দেখা দেয়। বিভিন্ন আত্মীয়-স্বজন শিশুর বিভিন্ন নাম রাখে এবং ডাকে। এক্ষেত্রে শিশুর একটি নির্দিষ্ট নাম নির্বাচন করতে আনন্দঘন পরিবেশে সবার সম্মিলিত মতামতের ভিত্তিতে সুন্দর অর্থবহ একটি ইসলামিক নাম রাখাই উত্তম।যদি এক্ষেত্রে মতের ভিন্নতা দেখা দেয় তাহলে শিশুর পিতারি নাম রাখার অগ্রাধিকার পাওয়া উচিত।

প দিয়ে মেয়েদের ইসলামিক নামের অর্থসহ তালিকা ২০২৩

আল্লাহ তায়ালা বলেছেন,”তোমরা তাদেরকে তাদের পিতৃপরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায় সঙ্গত।”(সূরা আহযাব আয়াত:৫)

একজন শিশু জন্মগ্রহণ করার পর তার যে নাম রাখা হয় সবাই তাকে সেই নামেই ডাকে এবং চেনে। এমনকি দুধ পান রত অবস্থায় শিশুকে সেই নামে ডাকলেও সে বুঝতে পারে তাকে ডাকা হচ্ছে। আর বড় হবার পর এই নামেই সে পরিচিতি লাভ করে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।SS IT BARI-ভালোবাসার ব্লগ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আজকের আর্টিকেলে স্বাগতম। সুপ্রিয় ভিজিটর বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন।বরাবরের মতো আমি আজকেও নতুন একটি আর্টিকেল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে ই দিয়ে মেয়েদের ইসলামিক সার্চ করে থাকি।

কিন্তু সঠিক নাম বা অর্থ সংক্রান্ত বিভিন্ন ত্রুটির কারণে নাম বাছাই করতে পারি না। কিন্তু বন্ধুরা এ নিয়ে চিন্তার কোন কারণ নেই আপনাদের সুবিধার জন্য ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম নিয়ে আমি আজকের আর্টিকেলটি লিখছি। তাই ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম বাছাই করতে শেষ পর্যন্ত আর্টিকেলটি আপনাকে পড়তে হবে।

ই দিয়ে অর্থসহ ছেলেদের ইসলামিক নাম

আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে কোন লোক আসলে তিনি তার নাম জিজ্ঞেস করতেন। কারো নাম সুন্দর হলে তিনি খুশি হতেন আর কারো নাম অসুন্দর হলে তিনি তা পরিবর্তন করে নতুন নাম রাখতেন।

ই দিয়ে অর্থসহ ছেলেদের অসংখ্য ইসলামিক নাম রয়েছে কোরআন হাদিসে। সেখান থেকে কিছু নাম তুলে ধরা হলো;

ইববান- ইসলামিক নামের অর্থ- সময়।

ইবতিদা- ইসলামিক নামের অর্থ- যেকোনো কাজের আরম্ভ।

ইবতিসাম- ইসলামিক নামের অর্থ- মুচকি হাসি দেওয়া।

ইবতিহাল- ইসলামিক নামের অর্থ- বিনয়ের সাথে দোয়া করা।

ইব্রাহিম- ইসলামিক নামের অর্থ- একজন বিখ্যাত নবীর নাম যিনি মুসলিম জাতির পিতা।

ইত্তিহাদ- ইসলামিক নামের অর্থ- ঐক্য; একতা।

ইত্তেফাক- ইসলামিক নামের অর্থ- একতা, মিলন।

ইবলাগ- ইসলামিক নামের অর্থ- পৌঁছানো অবহিত করা।

ইতহাফ- ইসলামিক নামের অর্থ- উপহার দান করা।

ইত্তিসাফ- ইসলামিক নামের অর্থ- প্রশংসা; গুণ; বর্ণনা।

ইতকান- ইসলামিক নামের অর্থ- নিপুন।

ইহতিয়াজ- ইসলামিক নামের অর্থ- প্রয়োজন।

ইবতিকার- ইসলামিক নামের অর্থ- প্রত্যুষে আগমন করা।

ইহতিশাম- ইসলামিক নামের অর্থ- সম্মান বা মর্যাদা।

ইতিমাদ- ইসলামিক নামের অর্থ- নির্ভর করা।

ইরফান- ইসলামিক নামের অর্থ- মেধা; প্রজ্ঞা।

দুই অক্ষরের ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

ইদ্রিস- ইসলামিক নামের অর্থ- অত্যধিক পাঠকারী।

ইরতিজা- ইসলামিক নামের অর্থ- পছন্দ করা।

ইয়াসির- ইসলামিক নামের অর্থ- আরাম; সাচ্ছন্দ্য।

ইতিসাম- ইসলামিক নামের অর্থ- দৃঢ়ভাবে ধারণ করা।

ইশফাক- ইসলামিক নামের অর্থ- করুনা; দয়া।

ইমরান- ইসলামিক নামের অর্থ- সভ্যতা; বাসস্থানপূর্ণ।

ইরশাদ- ইসলামিক নামের অর্থ- পথ দেখানো।

ইয়াহইয়া- ইসলামিক নামের অর্থ-সে বাঁচে বা বাঁচবে।

ইজায- ইসলামিক নামের অর্থ- অপারগ করে দয়া।

ইফতিখার- ইসলামিক নামের অর্থ- গৌরবান্বিত বোধ করা।

ইমতিয়াজ- ইসলামিক নামের অর্থ- বৈশিষ্ট্যমন্ডিত হওয়া।

ইহযায- ইসলামিক নামের অর্থ- ভাগ্যবান।

ইকবাল- ইসলামিক নামের অর্থ- সম্মুখে আসা।

ইজতিনাব- ইসলামিক নামের অর্থ- এড়িয়ে চলা।

ইহতিসাব- ইসলামিক নামের অর্থ- হিসাব করা।

ইছবাত- ইসলামিক নামের অর্থ- প্রমাণ করা।

ইখলাস- ইসলামিক নামের অর্থ- নিষ্ঠা; আন্তরিকতা।

ইসহাক- ইসলামিক নামের অর্থ- বিখ্যাত নবীর নাম।

ইসফার- ইসলামিক নামের অর্থ- আলোকিত হওয়া।

ইসলাম- ইসলামিক নামের অর্থ- শান্তির ধর্ম; আত্মসমর্পণ।

ইসমাঈল- ইসলামিক নামের অর্থ- বিখ্যাত নবীর নাম।

ইশতিয়াক- ইসলামিক নামের অর্থ- ব্যাকুল; আগ্রহ।

ইসরাফ- ইসলামিক নামের অর্থ- সম্মান প্রদর্শন করা।

ইসলাস- ইসলামিক নামের অর্থ-সংস্কার; সংশোধন।

ইমারত- ইসলামিক নামের অর্থ- দেশ শাসন করা।

ইফাদ- ইসলামিক নামের অর্থ- উপকার করা।

ই দিয়ে ছেলেদের অর্থপূর্ণ ইসলামিক নাম

হযরত সাঈদ ইবন মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহুর দাদা হাজন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলে তিনি জিজ্ঞেস করলেন তোমার নাম কি? তিনি বললেন আমার নাম হাজন (শক্ত)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না বরং তোমার নাম হওয়া উচিত সাহল (সহজ সরল) তিনি বলেন আমার পিতা যে নাম রেখেছেন তা আমি পরিবর্তন করব না। সৈয়দ ইবনে মুসাইয়া বলেন এরপর আমাদের পরিবারে পরবর্তীকালে কঠিন অবস্থা ও পেরেশানি লেগে থাকত (বুখারী মিশকাত) ।তাই অর্থ জেনে নাম রাখা জরুরী।

*ইয়াকুত নামের অর্থ ইয়াকুত পাথর নীলকন্ঠ মনি।

*ইয়াকুব নামের অর্থ হযরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর নাম।

*ইয়াফর নামের অর্থ হরিণ।

*ইয়ানী নামের অর্থ লাল; রক্তিমা।

*ইদ্রিস-নামের অর্থ হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম।

*ইয়ামার নামের অর্থ জৈনিক সাহাবীর নাম।

*ইয়ামিন নামের অর্থ সৌভাগ্যপূর্ণ; শুভ।

*ইয়াফা নামের অর্থ উচ্চভূমি; প্রাপ্তবয়স্ক।

*ইয়ামবু নামের অর্থ ঝর্ণা; উৎস।

*ইয়াফি নামের অর্থ যৌবনে উপনীত।

*ইয়ামাম নামের অর্থ ঘুঘু।

*ইছামউদ্দিন নামের অর্থ ধর্মের বন্ধনী।

*ইনসাফ নামের অর্থ ন্যায় বিচার।

*ইনজিমাম নামের অর্থ মিলন; সংযোগ।

*ইনমাউল নামের অর্থ সত্য।

*ইয্যু নামের অর্থ মর্যাদা।

*ইনজাদ নামের অর্থ সাহায্যকারী; উদ্ধারকারী।

*ইতহাফ নামের অর্থ উপহার দান করা।

*ইনতিসার নামের অর্থ বিজয়।

*ইব্রিজ নামের অর্থ খাঁটি সোনা।

*ইযাউ নামের অর্থ প্রচার করা।

*ইজাব নামের অর্থ কবুল করা।

*ইদ্রার নামের অর্থ প্রভাবিত করা।

*ইদরাক নামের অর্থ জ্ঞান; বুদ্ধি।

*ইতিরাফ নামের অর্থ স্বীকার করা।

ই দিয়ে পুত্র সন্তানের ইসলামিক নাম

ইমাম নামের বাংলা অর্থ নীতা অগ্রণী।

ইমতিনান নামের বাংলা অর্থ সাহায্য; উপকার।

ইজ্জত নামের বাংলা অর্থ সম্মান; ক্ষমতা।

ইমাদ উদ্দিন নামের বাংলা অর্থ ধর্মের স্তম্ভ।

ইবতেসাম নামের বাংলা অর্থ মুচকি হাসি।

ইমরান নামের বাংলা অর্থ সমৃদ্ধিজনক; হযরত মুসা (আ:) এর পিতার নাম।

ইবতেহাজ নামের বাংলা অর্থ খুশি; আনন্দ।

ইবরাজ নামের বাংলা অর্থ প্রকাশ করন।

ইকদাম নামের বাংলা অর্থ পদক্ষেপ।

ইকরাম নামের বাংলা অর্থ সম্মান করা।

ইখতিসাস নামের বাংলা অর্থ বৈশিষ্ট্য।

ইকতিদার নামের বাংলা অর্থ কর্তৃত্ব।

ইছকান নামের বাংলা অর্থ আবাসন।

ই দিয়ে ছেলেদের পূর্ণাঙ্গ নাম

ইঞ্জিমামুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের সংযোগ।

ইনমাউল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের বিকাশ সাধন।

ইনামুল কবির-পূর্ণাঙ্গ নামের অর্থ- মহা মহিম আল্লাহর দান।

ইমদাদুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের সহায়তা।

ইমদাদুল ইসলাম- পূর্ণাঙ্গ নামের অর্থ- ইসলামের সাহায্য।

ইযলাফুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- মহা সত্য আল্লাহর নৈকট্য।

ইযহাউল ইসলাম- পূর্ণাঙ্গ নামের অর্থ- ইসলামের গৌরব।

ইজহারুল ইসলাম- পূর্ণাঙ্গ নামের অর্থ- ইসলামের প্রকাশ।

ইরফান জামিল- পূর্ণাঙ্গ নামের অর্থ- কৃতজ্ঞতা প্রকাশ।

ইরফানুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের পরিচয়।

ইয়ার আলি- পূর্ণাঙ্গ নামের অর্থ- মহান বন্ধু ;হযরত আলী।

ইলফুর রহমান- পূর্ণাঙ্গ নামের অর্থ- দয়াময় আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু।

ইশরাফুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্য চর্চা; সত্যের তত্ত্বাবধায়ক।

ইনামুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের নেতা।

ইয়াসির আরাফাত- পূর্ণাঙ্গ নামের অর্থ- সহজ; নেতৃত্ব।

ইয়াসির হামিদ- পূর্ণ নামের অর্থ- রাজা রক্ষাকারী।

ইয়াসির মাহতাব- পূর্ণাঙ্গ নামের অর্থ- রাজা চাঁদ।

ইহতিসামুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের মর্যাদা।

ইজাজুল হক- পূর্ণাঙ্গ নামের অর্থ- সত্যের মুজিয়া।

আল- মাউসুআ আলফিকহিয়া কুয়েতিয়া”অর্থাৎ কুয়েতস্থ ফিকহ বিষয়ক বিশ্বকোষ গ্রন্থে বলা হয়েছে-“নাম রাখার মূলনীতি হচ্ছে-

গুগল নিউজে SS IT BARI সাইট ফলো করতে এখানে ক্লিক করুন তারপর ফলো করুন

নবজাতকের যেকোনো নাম রাখা জায়েজ যদি না তা শরীয়তের কোন নিষেধাজ্ঞা না থাকে।কিন্তু অনন্ত চিরঞ্জীব মৃত্যু জয় এই অর্থবোধক নাম কোন ভাষাতেই রাখা কোন অবস্থায় জায়েজ নয়। কারণ নশ্বর সৃষ্টি কে অবিনশ্বর সৃষ্টিকর্তা আল্লাহর গুণাবলীতে ভূষিত করা জায়েজ নেই।

শিশু জন্মগ্রহণ করার পর নিজের নাম নিজে রাখতে পারে না। এটা পিতা-মাতা বা অন্যান্য আত্মীয় স্বজনের দায়িত্ব পিতা-মাতা বা যারাই নাম রাখবে তাদের উচিত সুন্দর নাম রাখা। এই প্রসঙ্গে হযরত ইবনে আব্বাস ও আবু সাঈদ থেকে বর্ণিত আছে যে,” রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সন্তান জন্মগ্রহণ করে সে যেন তার সুন্দর নাম রাখে ও সুশিক্ষা দেয় এবং সাবালক হলে তার বিবাহ দেবে। প্রাপ্তবয়স্ক হলে বিবাহর না দেবার কারণে গুনাহ হলে সেই গুনা তার পিতার উপর বর্তাবে।” (বায়হাকি, হাদীসটি  যঈফ)

সচরাচর জিজ্ঞাসা

প্রশ্ন: ইনাম নামের অর্থ কি?

উত্তর: ইনাম নামের অর্থ পুরস্কার; দান; অনুগ্রহ।

প্রশ্ন: ইমাদ নামের অর্থ কি?

উত্তর: ইমাম নামের অর্থ খুঁটি; শক্তি।

প্রশ্ন: ইজাফাহ নামের অর্থ কি?

উত্তর: ইজাফাহ নামের অর্থ বাড়তি সংযোজন।

শেষ কথা-

প্রিয় পাঠক পাঠিকা বন্ধুরা আপনি যদি ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম‌ খুঁজতে আজকের আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই এতক্ষণে আপনি আর্টিকেল থেকে মেয়েদের ই দিয়ে ইসলামিক নামটি বাছাই করতে পেরেছেন। আজকের আর্টিকেলের ই দিয়ে মেয়েদের যে নামগুলো প্রকাশ করা হয়েছে তার সবগুলোই ইসলামিক নাম এবং এর অর্থ গুলো সুন্দর। তাই আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ অনুযায়ী আজকের আর্টিকেল থেকে আপনার শিশুর নাম বাছাই করতে পারেন।

[বিশেষ দ্রষ্টব্য, উল্লেখিত নাম গুলো সম্পূর্ণ ইন্টারনেট থেকে সংগৃহীত তাই কোন ভুল ত্রুটি থাকলে অবশ্যই মার্জনা করবেন]

আজকের আর্টিকেলটি যদি আপনার সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে ওয়েবসাইটটির কথা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন সুস্থ থাকুন।

পোস্ট ট্যাগ-

ই দিয়ে ছেলেদের ইসলামিক নাম এবং নামের অর্থ,E দিয়ে ছেলেদের ইসলামিক নাম,I দিয়ে ছেলেদের ইসলামিক নাম,ই দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ,স দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ,S দিয়ে ছেলেদের ইসলামিক নাম,ই দিয়ে নাম,দুই অক্ষর দিয়ে ছেলেদের ইসলামিক নাম,স দিয়ে ছেলেদের আধুনিক নাম অর্থসহ ২০২১।

আরও পড়ুন –

আ দিয়ে মেয়েদের অর্থসহ ইসলামিক নামের তালিকা দেখুন

ক দিয়ে ছেলেদের ইসলামিক নাম অর্থসহ

ল দিয়ে মেয়েদের সুন্দর অর্থসহ ইসলামিক নাম ২০২৩

ব দিয়ে মেয়েদের ইসলামিক নাম এবং অর্থ

স দিয়ে ছেলেদের অর্থসহ ইসলামিক নামের তালিকা ২০২৩

র দিয়ে ছেলে শিশুর ইসলামিক নাম অর্থসহ ২০২৩

ম অক্ষর দিয়ে মেয়ে শিশুর ইসলামিক সুন্দর নাম

হ দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা (ইসলামিক অর্থসহ)

স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ

মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (আরবি নাম সুন্দর অর্থসহ)

দুই অক্ষরে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ (বিভিন্ন বর্ণ দিয়ে)

SS IT BARI– ভালোবাসার টেক ব্লগের যেকোন ধরনের তথ্য প্রযুক্তি সম্পর্কিত আপডেট পেতে আমাদের মেইলটি সাবস্ক্রাইব করে রাখুন.

সর্বশেষ প্রযুক্তি বিষয়ক তথ্য সরাসরি আপনার ইমেইলে পেতে ফ্রি সাবস্ক্রাইব করুন!

Join ৪৭৫ other subscribers

SS It BARI JOB NEWS

SS IT BARI-ভালোবাসার টেক ব্লগ টিম